Student Credit Card : মমতার স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে কী বলছেন শিক্ষাবিদরা?

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card)-এর ব্যাপারে জানিয়েছিলেন, ওই প্রকল্পে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে। সুদের হার ৪ শতাংশ।

Advertisement
মমতার স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে কী বলছেন শিক্ষাবিদরা?রাজ্য সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছে (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছে রাজ্য সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে সে ব্য়াপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন
  • ৩০ জুন থেকে তা চালু হয়ে গিয়েছে

স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) চালু করেছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্বাচনী প্রচারে সে ব্য়াপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ৩০ জুন থেকে তা চালু হয়ে গিয়েছে। এ ব্যাপারে শিক্ষাবিদরা কী বলছেন, জেনে নেওয়া যাক।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card)-এর ব্যাপারে জানিয়েছিলেন, ওই প্রকল্পে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে। সুদের হার ৪ শতাংশ। বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শিক্ষার জন্য ঋণের ক্ষেত্রে সুদের হার এর থেকে বেশি। এই প্রকল্পের নিয়ে বিভিন্ন মতামত উঠে এসেছে।

বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার জানিয়েছেন, পড়ুয়ারা যে টাকা পাবেন, সেই টাকা দিয়ে কী করবেন, কত খরচ হবে, তা অর্থনীতিবিদরা বলতে পারবেন।

আর এক শিক্ষাবিদ মীরাতুন নাহার জানিয়েছেন, ঋণ নয়, দরকার মেধাবৃত্তি। তিনি জানিয়েছেন, পুরো ব্যবসায়িক দৃষ্টি। টাকা পাওয়ার লোভ দেখানো। কিছু না কিছু জনমোহিনী নীতি নিয়ে চলছে সরকার। পরীক্ষা বাতিল নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছে। তাই খুশি করার জন্য এই ব্যবস্থা। শিক্ষাঋণ পায়, কাদের কী লাভ হবে, শিক্ষার মান কি বাড়বে?

তিনি আরও জানান, সস্তার রাজনীতি। সব ব্যাপারে টাকা দিয়ে কী সমস্য়া মেটে? সরকারের কাজ স্কুল তৈরি করা, শিক্ষার মান যাতে ঠিক থাকে, সেটা দেখা। টাকা স্তূল বস্তু। চাকরি পাওয়ার নিশ্চয়তা আছে যে ঋণ শোধ করবে? মেধাবৃত্তি দরকার। তবে সেগুলো তো উঠে গিয়েছে।

অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শৌভিক রায়চৌধুরির মতে, এর ফলে পড়ুয়াদের সুবিধা পাবে। অনেকে এ ব্য়াপারে জিজ্ঞাসা করছেন।

যাদপুর বিশ্ববিদ্য়ালয়ের অধ্যাপক তরুণ নস্কর জানান, এখানে ১৫ বছরের মধ্যে শোধ করতে হবে। এই ব্যবস্থা নানা দেশে চালু আছে। তিনি জানান, ফি মকুব করে দেওয়া উচিত। ঋণের অজুহাতে তাদের কাছ থেকে ফি নেওয়া হবে। সবার ফি মকুব করে দেওয়া হোক।

তিনি আরও জানান, চাকরির যা অবস্থা, তাতে কারও পক্ষে শোধ করা সম্ভব, খুবই মুশকিল। ঋণের নাম করে আসলে শিক্ষার খরচ বাড়বে। সবাই নেবে না। ভয় থাকবে টাকা ফেরত দেওয়ার। 

Advertisement

মন্ত্রিসভার বৈঠক
রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) ওই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জানান। তিনি জানান, উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবে পড়ুয়ারা। রাজ্য সরকার গ্যারান্টার।

কী নিয়ে পড়া যেতে পারে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) জানিয়েছিলেন, ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরেল, গবেষণার জন্য, ডিপ্লোমা, পেশদারি কোর্সের জন্য এই প্রকল্পের সুবিধা পাবে।

কোথায় পড়তে পারবেন
মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) বলেন, দেশ বা বিদেশে স্বীকৃত কোনও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার জন্য এই ঋণ পাওয়া যাবে। আগে বলেছিলাম আপনার ঘরবাড়ি বেচতে হবে না পড়াশোনার জন্য। মা-বাবাকে যে চিন্তা করতে হয়, তা করতে হবে না। নিজের পায়ে দাঁড়ানোর জন্য চিন্তা করতে হয়। ৩০ জুন সরকারি ভাবে চালু হবে।

রাজ্য গ্যারান্টার
এ ব্য়াপারে মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) বলেন, কাউকে গ্য়ারান্টার নিয়ে যেতে হবে না ব্য়াঙ্কে। রাজ্য সরকার গ্যারান্টার।  বাংলার বাসিন্দা হলেই চলবে। যাঁরা ১০ বছর বাংলায় বাস করেছেন, তাঁরা পাবেন। ১৫ বছরের মধ্যে সফ্ট লোনের মাধ্যমে ক্রেডিট ফিরিয়ে দিতে পারবে। খুব সহজ। অনলাইনে দিয়ে দেব আমরা।

কত টাকা
তিনি জানান, ৪০ বছর বয়স পর্যন্ত এই ক্রেডিট কার্ড নিতে পারবেন। ছাত্রছাত্রীদের গর্ব এই ক্রেডিট কার্ড। ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। ১৫ বছর সময় দেওয়া হয়েছে, তা ফেরত দেওয়ার।

 

POST A COMMENT
Advertisement