WBPRB: পুলিশ SI এর প্রিলিমিনারি Answer Key প্রকাশিত, নম্বর হিসাব করে নিন@prb.wb.gov.in

WBPRB 2025: পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর (SI) নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি উত্তরপত্র বা Answer Key প্রকাশিত হল। ২০২৪ সালের আর্মড ও নন আর্মড শাখার এসআই নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ২০২৫ সালের ১২ অক্টোবর।

Advertisement
পুলিশ SI এর প্রিলিমিনারি Answer Key প্রকাশিত, নম্বর হিসাব করে নিন@prb.wb.gov.inরাজ্য পুলিশের SI এর Answer Key রিলিজ হল।
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর (SI) নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি উত্তরপত্র বা Answer Key প্রকাশিত হল।
  • ২০২৪ সালের আর্মড ও নন আর্মড শাখার এসআই নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ২০২৫ সালের ১২ অক্টোবর।
  • সেই পরীক্ষারই Answer Key এবার সরকারি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন।

WBPRB 2025: পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর (SI) নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি উত্তরপত্র বা Answer Key প্রকাশিত হল। ২০২৪ সালের আর্মড ও নন আর্মড শাখার এসআই নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ২০২৫ সালের ১২ অক্টোবর। সেই পরীক্ষারই Answer Key এবার সরকারি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। বোর্ডের দু'টি সরকারি ওয়েবসাইট, prb.wb.gov.inwbpolice.gov.in থেকেই উত্তরপত্র Download করা যাবে। আগামী সাত দিন পর্যন্ত এই উত্তরপত্র দেখতে পারবেন। অর্থাৎ, ২৩ অক্টোবর পর্যন্ত ডাউনলোড করে Answer কি দেখে নিতে পারবেন।

পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন ছিল। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরসহ প্রিলিমিনারি উত্তরপত্র প্রকাশ করেছে বোর্ড। সেখান থেকেই চাকরিপ্রার্থীরা নিজেদের উত্তর মেলাতে পারবেন। কোথাও ভুল বা অসঙ্গতি মনে হলে অবজেকশন রেইজ করতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইটের স্ক্রিনশট
অফিসিয়াল ওয়েবসাইটের স্ক্রিনশট

 

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'যে কোনও অসঙ্গতি বা ভুল পাওয়া গেলে প্রমাণসহ ই-মেলের মাধ্যমে জানাতে হবে।'  ই-মেল অ্যাড্রেস answerkeywbprb10@gmail.com।

উত্তরপত্র প্রকাশের তারিখ থেকে সাত দিনের মধ্যে অর্থাৎ ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবরের মধ্যে এই অভিযোগ পাঠাতে হবে।

চাকরিপ্রার্থীদের সুবিধার্থে উত্তরপত্র ডাউনলোডের পদ্ধতি ব্যাখ্যা করা হল:
১. প্রথমে  সরকারি ওয়েবসাইটে, prb.wb.gov.in এ যান।
২. ‘Recruitment to post of Sub-Inspector of Police (Unarmed and Armed Branch) 2024’ লিঙ্কে যান।
৩. লিঙ্কে ক্লিক করলেই নতুন পেজ খুলে যাবে।
৪. পিডিএফ আকারে উত্তরপত্র পেয়ে যাবেন।
৫. ডাউনলোড করে নিন। এবার নিজের প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে নিন।

চাকরিপ্রার্থীরা উত্তরপত্র ভালোভাবে যাচাই করে তবেই অভিযোগ জানান। প্রিলিমিনারি পরীক্ষার পর মেইনস পরীক্ষা ও ইন্টারভিউ হবে। তারপরই চূড়ান্তভাবে নির্বাচন হবে যোগ্য প্রার্থীদের। 

POST A COMMENT
Advertisement