scorecardresearch
 

WB Primary Teacher Recruitment: TET পাশ করেছেন, জানেন কোন জেলায় কত শিক্ষক নিয়োগ হবে? রইল

শুক্রবার প্রকাশিত হয়েছে প্রাথমিকের টেটের ফলাফল (Primary TET Result 2023)। এই বছর টেটে উত্তীর্ণ (TET Pass) হয়েছেন মোট ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন, যা মোট পরীক্ষার্থীর ২৪.৩১ শতাংশ।

Advertisement
TET-র ফল তো প্রকাশ হল, জানেন কোন জেলায় কত শিক্ষক নিয়োগ TET-র ফল তো প্রকাশ হল, জানেন কোন জেলায় কত শিক্ষক নিয়োগ
হাইলাইটস
  • টেটে মোট ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন পাশ করেছেন
  • প্রথম দশের মধ্যে রয়েছেন ১৭৭ পরীক্ষার্থী

শুক্রবার প্রকাশিত হয়েছে প্রাথমিকের টেটের ফলাফল (Primary TET Result 2023)। এই বছর টেটে উত্তীর্ণ (TET Pass) হয়েছেন মোট ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন, যা মোট পরীক্ষার্থীর ২৪.৩১ শতাংশ। প্রথম দশের মধ্যে রয়েছেন ১৭৭ পরীক্ষার্থী। টেটে প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের ইনা সিং। তাঁর প্রাপ্ত নম্বর ১৩৩। দ্বিতীয় স্থানে রয়েছেন ৪ জন। তাঁরা হলেন হুগলির মৌনিশা কুণ্ডু, পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী ও দীপিকা রায় এবং পূর্ব বর্ধমানের অদিতি মজুমদার। তাঁদের প্রত্যেকের নম্বর ১৩২। তৃতীয় স্থানেও রয়েছেন ৪ জন। তাঁরা হলেন উত্তর ২৪ পরগনার মেহদি হাসান, পূর্ব মেদিনীপুরের বিকাশ ভক্ত, পশ্চিম মেদিনীপুরের মনামী অধিকারী এবং বাঁকুড়ার প্রহ্লাদ মণ্ডল। ১৩১ নম্বর পেয়েছেন চারজনই।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই জানিয়েছিল যে রাজ্যে মোট ১১,৭৫৬ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। গত বছরের ১১ ডিসেম্বর টেট পরীক্ষা নিয়েছিল পর্ষদ। তাতে প্রায় ৭ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। তবে, এখন টেট পরীক্ষায় পাশ করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন।

আরও পড়ুন: Army Ordnance Corps Recruitment 2023: মাধ্যমিক পাশে প্রতিরক্ষা মন্ত্রকে বাম্পার নিয়োগ, ৬২ হাজার টাকা পর্যন্ত মাইনে

অর্থাৎ টেট পাশ করলেও বহু চাকরিপ্রার্থী চাকরি পাবেন না। কোন জেলায় কত শূন্যপদ রয়েছে তার সংখ্যাও জানিয়েছিল দিয়েছিল পর্ষদ। ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ ছাড়াও প্যারা টিচারদের জন্য কত সংখ্যক শূন্যপদ রয়েছে, তারও সংখ্যা জানিয়েছিল পর্ষদ। দেখে নিন নীচের তালিকা। 

পর্ষদের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী কোন জেলায় কত শূন্যপদ (WB Primary Teacher Recruitment District Wise Vacancy List):

  • শিলিগুড়ি জেলায় মোট শূন্যপদ ১৮৫
  • কোচবিহার জেলায় মোট শূন্যপদ ৪৩৬
  • উত্তর দিনাজপুর জেলায় মোট শূন্যপদ ৬০২
  • দক্ষিণ দিনাজপুর জেলায় মোট শূন্যপদ ২৬১
  • জলপাইগুড়ি জেলায় মোট শূন্যপদ ৩৭৬
  • আলিপুরদুয়ার জেলায় মোট শূন্যপদ ১৯৬
  • মালদা জেলায় মোট শূন্যপদ ৪৫৪
  • মুর্শিদাবাদ জেলায় মোট শূন্যপদ ৬৬৯
  • পশ্চিম বর্ধমান জেলায় মোট শূন্যপদ ১৮৫
  • পূর্ব বর্ধমান জেলায় মোট শূন্যপদ ৭৮৫
  • পশ্চিম মেদিনীপুর জেলায় মোট শূন্যপদ ৮৪
  • হুগলি জেলায় মোট শূন্যপদ ৮৬০
  • হাওড়া জেলায় মোট শূন্যপদ ৯৭৫
  • উত্তর ২৪ পরগনা জেলায় মোট শূন্যপদ ৭৮০
  • দক্ষিণ ২৪ পরগনা জেলায় শূন্যপদ ১৩৩৮
  • ঝাড়গ্রাম জেলায় মোট শূন্যপদ ৬৯১
  • কলকাতা জেলায় মোট শূন্যপদ ২৩২
  • বাঁকুড়া জেলায় মোট শূন্যপদ ২৩৮
  • বীরভূম জেলায় মোট শূন্যপদ ৪৮৬
  • পুরুলিয়া জেলায় মোট শূন্যপদ ৭৩১

 

Advertisement

Advertisement