মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (WBBSE Madhyamik Result 2023) বেরোচ্ছে শুক্রবার অর্থাত্ ১৯ মে। দশম শ্রেণির এই পরীক্ষা (WB 10th results 2023) বাংলার ছাত্র-ছাত্রীদের কাছে জীবনের প্রথম বড় পরীক্ষা। স্বভাবতই পডু়য়াদের সঙ্গে চিন্তায় অভিভাবকরাও। wbbse.org-- পর্ষদের এই ওয়েবসাইটেই রেজাল্টের লিঙ্ক (Madhyamik Pariksha 2023 Result) থাকবে।
মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর (WBBSE Madhyamik Result 2023) রেজাল্টের তারিখ ও সময়
শুক্রবার অর্থাত্ ১৯ মে প্রকাশিত হতে চলেছে ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। সকাল ১০টায় মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করবে। এরপর দুপুর ১২টা থেকে ছাত্র-ছাত্রীরা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে।
আরও পড়ুন: Madhyamik Result 2023: ১৯ মে মাধ্যমিকের রেজাল্ট, কোন ওয়েবসাইটে-কীভাবে দেখবেন?
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (WBBSE Madhyamik Result 2023) কীভাবে ডাউনলোড করবেন?
-- প্রথমে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.org লগ ইন করুন।
-- হোম পেজে দেখতে পাবেন WB 10th result 2023-এর লিঙ্ক রয়েছে।
-- লিঙ্কে ক্লিক করলে একটি নতুন লগ ইন পেজ খুলে যাবে।
-- সেখানে রোল নম্বর ও জন্ম তারিখ দিন।
-- এরপরেই মার্কশিট চলে আসবে। ডাউনলোড করে নিতে পারবেন।
-- মার্কশিটের প্রিন্ট আউট রেখে দিতে পারেন ভবিষ্যতের জন্য।
২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন পড়ুয়া। এর মধ্যে ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন ছেলে ও ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন মেয়ে পরীক্ষার্থী। মোট ২ হাজার ৮৬৭টি সেন্টারে পরীক্ষা নেওয়া হয়।