২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। চলতি বছরে পাশের হার ছুঁয়েছে ৯০.৭৯ শতাংশ, যা রাজ্যের উচ্চমাধ্যমিক ইতিহাসে উল্লেখযোগ্য বলে মনে করছেন পর্ষদের কর্তারা।
ফলপ্রকাশের পরিসংখ্যান ও গুরুত্বপূর্ণ তথ্য: চলতি বছরে মোট ৪,৮২,৯৪৮ জন পরীক্ষার্থী রেজিস্টার করেছিলেন, যার মধ্যে ৪,৭৩,৯১৯ জন পরীক্ষায় বসেন। সাংবাদিক বৈঠকে পর্ষদ জানায়, ছেলেদের পাশের হার ৯২.৩ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮৮.১২ শতাংশ। উল্লেখযোগ্যভাবে, ছাত্রীদের সংখ্যা এবারেও ছাত্রদের তুলনায় প্রায় ৪৭ হাজার বেশি ছিল। পর্ষদ মনে করছে, এর পেছনে কন্যাশ্রী প্রকল্পের বড় ভূমিকা রয়েছে।
জেলার ভিত্তিতে ফলাফল বিশ্লেষণ:
প্রথম স্থান: পূর্ব মেদিনীপুর (পাশের হার ৯৫.৭৪%)
দ্বিতীয় স্থান: উত্তর ২৪ পরগনা (৯৩.৫৩%)
তৃতীয় স্থান: কলকাতা (৯৩.৪৩%)
পরীক্ষার পরিকাঠামো ও ব্যবস্থা:
এই বছর মোট ৬২টি বিষয়ের পরীক্ষা ১৫টি ভাষায় নেওয়া হয় ৮২৭টি পরীক্ষাকেন্দ্রে। রাজ্যের মোট ৬,৭৯১টি স্কুল এই পরীক্ষায় অংশ নেয়। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪৭ জন।
পর্ষদ জানিয়েছে, এই বছরই প্রথমবার মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয় পরীক্ষাকেন্দ্রে। প্রশ্নপত্র ফাঁস হয়নি এবং নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক ছিল। মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ধরা পড়ায় কয়েকজনের পরীক্ষা বাতিল করা হয়েছে।
ফলাফল ও ভবিষ্যৎ পরিকল্পনা:
দুপুর ২টো থেকে ফলাফল পাওয়া যাবে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে (https://wbchse.wb.gov.in)। এবারের মার্কশিটে থাকছে QR কোড, যার মাধ্যমে মার্কশিট যাচাই করা যাবে দ্রুত ও ডিজিটাল উপায়ে।
পর্ষদ আরও জানায়, এবার থেকেই সেমিস্টার পদ্ধতিতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
তৃতীয় সেমিস্টার শুরু হবে: ৮ সেপ্টেম্বর
শেষ হবে: ২২ সেপ্টেম্বর
দ্বিতীয় সেমিস্টার: ১২ ফেব্রুয়ারি থেকে