scorecardresearch
 
Advertisement

WBCHSE West Bengal HS Result 2024 Live: উচ্চ মাধ্যমিকে প্রথম অভীক দাস, প্রথম পাঁচ জনের কার কত নম্বর? জানুন

Aajtak Bangla | কলকাতা | 08 May 2024, 3:19 PM IST

WBCHSE West Bengal HS Result 2024 Live: উচ্চমাধ্যমিকের রেজাল্ট ডাউনলোড করবেন কীভাবে? রইল একাধিক লিঙ্ক। অফিসিয়াল সাইট wbresults.nic.in তো বটেই, সরাসরি আমাদের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে।

উচ্চমাধ্যমিকের রেজাল্ট ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে

WBCHSE West Bengal HS Result 2024 Live: উচ্চমাধ্যমিকের রেজাল্ট ডাউনলোড করবেন কীভাবে? রইল একাধিক লিঙ্ক। অফিসিয়াল সাইট wbresults.nic.in তো বটেই, সরাসরি আমাদের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে। এই লিঙ্কে ক্লিক করে(CLICK HERE) সেখানে বক্স ভরেই আপনার রেজাল্ট দেখতে পারবেন। প্রয়োজনে এখন থেকেই এই লিঙ্কটি বুকমার্ক করে রেখে দিন। কারণ বেলা ১টায় রেজাল্ট প্রকাশিত হবে। ৩টে থেকে অনলাইনে দেখা যাবে। এখন থেকেই তাই সেভ করে রাখুন।

কোন কোন লিঙ্ক থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে?
সরাসরি লিঙ্ক:
 https://bangla.aajtak.in/board-exam-results/wbchse-west-bengal-board-12th-result?utm_source=atweb_share
এই লিঙ্কে গিয়ে রোল নম্বর, জন্ম তারিখ দিলেই দ্রুত রেজাল্ট দেখে নিতে পারবেন। PDF ফরম্যাটে মার্কশিট ডাউনলোডও করে রাখা যাবে।
অফিসিয়াল লিঙ্ক: https://wbresults.nic.in/

বুধবার বেলা ১টায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

পরীক্ষার্থীরা bangla.aajtak.in-এ রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে রেজাল্ট দেখতে পারেন।
কীভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট দেখতে ও ডাউনলোড করবেন?
স্টেপ ১: প্রথমে https://wbresults.nic.in/ ওয়েবসাইটে যেতে হবে।
স্টেপ ২: এরপর হোমপেজে দেওয়া রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে।
স্টেপ ৩: এ বার নিজেদের রোল নম্বর-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলেই রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।
স্টেপ ৪: রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

মনে রাখবেন, এটি কিন্তু অস্থায়ী মার্কশিট। আগামী ১০ মে থেকে মার্কশিট সংগ্রহ করা যাবে।

3:19 PM (6 মাস আগে)

HS Result Link: অনলাইনে LIVE দেখা যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট

Posted by :- Soumick Majumdar

দুপুর ৩টে থেকে অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার লিঙ্ক চালু হল। রেজাল্ট দেখতে ক্লিক করুন এই লিঙ্কে: CLICK HERE

2:02 PM (6 মাস আগে)

HS Topper Name 2024: উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস

Posted by :- Soumick Majumdar

উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস, পেয়েছেন ৪৯৬ নম্বর(৯৯.২%)

hs topper west bengal 2024
সাফল্যের পর মিষ্টিমুখ উচ্চমাধ্যমিকে প্রথম অভীক দাসের
1:49 PM (6 মাস আগে)

'মা-বাবা কেঁদে ফেলেছেন,' সংবাদমাধ্যমকে জানালেন উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় সৌমদীপ সাহা

Posted by :- Soumick Majumdar

উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় সৌমদীপ সাহা। সংবাদমাধ্যমকে জানালেন, 'প্রথম দশে থাকবে ভেবেছিলাম, সেকেন্ড হব এক্সপেক্ট করিনি... মা-বাবা কেঁদে ফেলেছেন।'
 

hs topper
উচ্চমাধ্যমিকে দ্বিতীয় সৌমদ্বীপ সাহা
1:38 PM (6 মাস আগে)

HS Pass Rate: ছেলেমেয়েদের পাশের হার কত?

Posted by :- Soumick Majumdar

ছেলেদের মধ্যে পাশের হার ৯২.৩২% । মেয়েদের মধ্যে পাশের হার ৮৮.১৮% ।

Advertisement
1:36 PM (6 মাস আগে)

HS Topper: উচ্চমাধ্যমিকে প্রথম ৪-এর তালিকা প্রকাশ সংসদের

Posted by :- Soumick Majumdar

HS Topper: উচ্চমাধ্যমিকে প্রথম ৪-এর তালিকা প্রকাশ সংসদের

প্রথম: অভীক দাস, আলিপুরদুয়ার, ৪৯৬ - ৯৯.২%

দ্বিতীয়: সৌমদীপ সাহা, ৪৯৫ - ৯৯%

তৃতীয়: অভিষেক বৈদ্য, ৪৯৪ - ৯৮.৮% 

চতুর্থ: এঁরা মেয়েদের মধ্যে প্রথম

  • প্রতীচি রায় তালুকদার, ৪৯৩ - ৯৬%
  • স্নেহা ঘোষ, ৪৯৩ - ৯৬%
1:32 PM (6 মাস আগে)

উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা- সংসদের সাংবাদিক সম্মেলন LIVE:

Posted by :- Soumick Majumdar

1:30 PM (6 মাস আগে)

HS Topper: উচ্চমাধ্যমিকে প্রথম ৩-এর তালিকা প্রকাশ সংসদের

Posted by :- Soumick Majumdar

HS Topper: উচ্চমাধ্যমিকে প্রথম ৩-এর তালিকা প্রকাশ সংসদের

প্রথম: অভীক দাস, আলিপুরদুয়ার, ৪৯৬ - ৯৯.২%

দ্বিতীয়: সৌমদীপ সাহা, ৪৯৫ - ৯৯%

তৃতীয়: অভিষেক বৈদ্য, ৪৯৪ - ৯৮.৮%

1:27 PM (6 মাস আগে)

উচ্চমাধ্যমিকে প্রথম অভীক দাস, ম্যাকউলিয়াম হাইস্কুল, আলিপুরদুয়ার

Posted by :- Soumick Majumdar

উচ্চমাধ্যমিকে প্রথম অভীক দাস, ম্যাকউলিয়াম হাইস্কুল, আলিপুরদুয়ার

1:22 PM (6 মাস আগে)

প্রথম দশে মোট ৫৮ জন পরীক্ষার্থী ১৫টা জেলা থেকে

Posted by :- Soumick Majumdar

টপ টেনে মোট ৫৮ জন পরীক্ষার্থী ১৫টা জেলা থেকে।

সবচেয়ে বেশি রয়েছে হুগলি থেকে। মোট ১৩ জন পরীক্ষার্থী।

দ্বিতীয়তে রয়েছে বাঁকুড়া- ৯ জন। 

কলকাতা থেকে ৫ জন পরীক্ষার্থী প্রথম ১০-এ রয়েছে। 

৫ নম্বরে পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর। 

Advertisement
1:18 PM (6 মাস আগে)

পাশ করেছে ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী

Posted by :- Soumick Majumdar

'৭ লক্ষ ৫৫ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে', পাশ করেছে ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী

1:17 PM (6 মাস আগে)

বিজ্ঞান গ্রুপে পাশের হার সর্বোচ্চ ৯৭.১৯%

Posted by :- Soumick Majumdar

বিজ্ঞান গ্রুপে পাশের হার সর্বোচ্চ ৯৭.১৯%, আর্টস গ্রুপে পাশের হার ৮৮.২% 

1:15 PM (6 মাস আগে)

উচ্চ মাধ্যমিকে প্রায় ৯০ শতাংশ পাশ, জানালেন সংসদ সভাপতি

Posted by :- Soumick Majumdar

উচ্চ মাধ্যমিকে প্রায় ৯০ শতাংশ পাশ, জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য

1:11 PM (6 মাস আগে)

আমরা রেজাল্ট দেব ১০ মে আমাদের ৫৫টা ক্যাম্পের মাধ্যমে: সংসদ সভাপতি

Posted by :- Soumick Majumdar

আমরা রেজাল্ট দেব ১০ মে আমাদের ৫৫টা ক্যাম্পের মাধ্যমে, ১০ তারিখ থেকে ১৩ তারিখ বিশেষ পোর্টালে তৎকাল সার্ভিস থাকবে। এখান থেকে কোনও সমস্যা থাকলে ৭ দিনের মধ্যে আমরা রিভাইজড রেজাল্ট দিয়ে দেব: সংসদ সভাপতি

1:08 PM (6 মাস আগে)

এবার মার্কশিটে QR কোড স্ক্যান করলেই নাম, রোলনম্বর, ক্যান্ডিডেট কোড সব জানা যাবে: সংসদ সভাপতি

Posted by :- Soumick Majumdar

এবার মার্কশিটে QR কোড স্ক্যান করলেই নাম, রোলনম্বর, ক্যান্ডিডেট কোড সব জানা যাবে: সংসদ সভাপতি

Advertisement
1:07 PM (6 মাস আগে)

এবার অনলাইন রেজাল্ট, ডিজিটাইজড পদ্ধতিতে করা হয়েছে: চিরঞ্জীব ভট্টাচার্য, সভাপতি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

Posted by :- Soumick Majumdar

এবার অনলাইন রেজাল্ট, ডিজিটাইজড পদ্ধতিতে করা হয়েছে, সেই কারণে দ্রুত ফল বের হয়েছে। প্রথমবার এভাবে করা হল, টেস্ট করা হল। প্রথমবার বলে, নয় তো আরও ১০-১৫ দিন আগে রেজাল্ট বের করা যেত: চিরঞ্জীব ভট্টাচার্য, সভাপতি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

1:02 PM (6 মাস আগে)

উচ্চমাধ্যমিকের রেজাল্ট আউট, সংবাদ সম্মেলন শুরু করল সংসদ

Posted by :- Soumick Majumdar

উচ্চমাধ্যমিকের রেজাল্ট আউট, সংবাদ সম্মেলন শুরু করল সংসদ

12:56 PM (6 মাস আগে)

আর কয়েক মিনিট বাদেই প্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল

Posted by :- Soumick Majumdar

আর কয়েক মিনিট বাদেই প্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল, সংবাদ সম্মেলন করবে সংসদ।

12:17 PM (6 মাস আগে)

DigiLocker-এ ফলাফল দেখতে এই পদ্ধতি অনুসরণ করুন:

Posted by :- Soumick Majumdar

১: আপনার ফোনে DigiLocker অ্যাপে যান এবং সাইন-আপে ক্লিক করুন।
২: নাম, ইমেল আইডি, আধার কার্ড নম্বর এবং মোবাইল নম্বরের মতো বিশদ বিবরণ দিয়ে রেজিস্টার করুন।
৩: লগ ইন করার পরে WB 12 Result 2024 চেক করুন।
৪: আপনার আধার কার্ড নম্বর লিখুন এবং সাবমিটে ক্লিক করুন।
৫: WB 12 Result 2024 স্ক্রিনে দেখা যাবে।
৬: এরপর আপনার রোল নম্বর লিখে মার্কশিট চেক করুন।

11:50 AM (6 মাস আগে)

How to download HS Marksheet: মার্কশিট কীভাবে ডাউনলোড করবেন?

Posted by :- Soumick Majumdar

নির্দিষ্ট লিঙ্ক থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট পিডিএফ ফরম্যাটে খুলবে। এরপর উপরের কোনের দিকে সেভ করার অপশন পাবেন। 

Advertisement
11:24 AM (6 মাস আগে)

প্রেস কনফারেন্সের পর উচ্চ মাধ্যমিকের নম্বর চেক করার লিঙ্কটি সক্রিয় করা হবে

Posted by :- Soumick Majumdar
কাউন্সিলের বিজ্ঞপ্তি অনুযায়ী দুপুর ১টায় রেজাল্ট বের হবে। অতীতে দেখা গেছে, প্রেস কনফারেন্স শেষ হওয়ার পরপরই উচ্চ মাধ্যমিকের নম্বর চেক করার লিঙ্কটি সক্রিয় করা হয়। পড়ুয়ারা তাদের রোল নম্বর ব্যবহার করে রেজাল্ট দেখতে পারেন।