Higher Secondary Examination Result 2023: উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে? সংসদ সূত্রে বড় UPDATE

Higher Secondary Examination Result 2023: জুনে নয়, তার আগেই প্রকাশ পেতে পারে উচ্চ মাধ্যমিকের ফল। সেভাবে প্রস্তুতিও নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানা যাচ্ছে, মে মাসের শেষ সপ্তাহেই ফলপ্রকাশ পেতে পারে। এর আগে জানা যাচ্ছিল, জুনের শেষে ফলপ্রকাশের কথা।

Advertisement
উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে? সংসদ সূত্রে বড় UPDATEপ্রতীকী ছবি
হাইলাইটস
  • জুনে নয়, তার আগেই প্রকাশ পেতে পারে উচ্চ মাধ্যমিকের ফল
  • সেভাবে প্রস্তুতিও নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
  • জানা যাচ্ছে, মে মাসের শেষ সপ্তাহেই ফলপ্রকাশ পেতে পারে

Higher Secondary Examination Result 2023: জুনে নয়, তার আগেই প্রকাশ পেতে পারে উচ্চ মাধ্যমিকের ফল (Higher Secondary Examination Result 2023)। সেভাবে প্রস্তুতিও নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানা যাচ্ছে, মে মাসের শেষ সপ্তাহেই ফলপ্রকাশ পেতে পারে। এর আগে জানা যাচ্ছিল, জুনের শেষে ফলপ্রকাশের কথা। কিন্তু সেক্ষত্রে অনেকটা দেরি হয়ে যেতে পারে। কারণ, এবার কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজে ভর্তি হওয়ার কথা। ফলে দেরিতে ফল প্রকাশ পেলে কলেজে ভর্তি হতে অসুবিধায় পড়বে পড়ুয়ারা।

সূত্রের খবর, এর মধ্যে ৮০ শতাংশেরও বেশি উত্তরপত্রের নম্বর জমা পড়েছে। বাকি ২০ শতাংশের কাজ চলছে। তাই চূড়ান্ত ফল এবং মার্কশিট তৈরি শীঘ্রই হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১৪ মার্চ। শেষ হয়েছিল ২৭ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে আট লক্ষ।

কীভাবে ফল দেখবেন?
উচ্চ মাধ্যমিক সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।  wbchse.nic.in , wbresults.nic.in , www.exametc.com ও www.indiaresults.com- এই ওয়েবসাইটগুলিতে ফল দেখতে পারবেন। এছাড়া, এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও নম্বর জানতে পারবেন।

এবছর কড়া নিরাপত্তায় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়। প্রশ্নপত্র ফাঁস, টুকলির মতো কোনও ঘটনা ঘটেনি। ২,৩৪৯টি কেন্দ্র থেকে মাত্র ৫টি মোবাইল জব্দ করা হয়েছে। এবারে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লাখ ৫৫ হাজার। মোট পরীক্ষা কেন্দ্র ছিল ২৩৪৯টি। ৬০টি বিভিন্ন বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। অতিরিক্ত সময় পেয়েছেন ১৬১ জন প্রার্থী। হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছেন ৮৪ জন। ২ জন পরীক্ষার্থী জেল থেকে পরীক্ষা দেয়। কোনও অনৈতিক ঘটনা যাতে না ঘটে তাই উত্তরপত্র মূল্যায়নে নিয়ম মেনে করা হবে, বলে জানানো হয়।

POST A COMMENT
Advertisement