WB Government Student Welfare Schemes: রাজ্যের অনেক স্কুলেই এখনও ভর্তি চলছে। আগামী শনিবার থেকে শুরু হবে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির প্রক্রিয়া। উচ্চমাধ্যমিক পাশ পড়ুয়াদের তাদের পছন্দের বিষয় বেছে নিয়ে সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে এবার পঠন-পাঠনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির আবেদন করার করা যাবে ১ জুলাই থেকে। ১৫ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন তাঁরা। রাজ্যের উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, ২০ জুলাইয়ের মধ্যে রাজ্যের সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে মেধাতালিকা প্রকাশ করে ফেলতে হবে। ৩১ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে ১ অগাস্ট থেকে স্নাতকের নতুন বর্ষের পঠন-পাঠন শুরু করতে হবে।
শিক্ষা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প দেশজুড়েই বেশ সাড়া ফেলেছে। বেশ কিছু রাজ্য সরকারি প্রকল্পের ঝুলিতে আন্তর্জাতিক সম্মানও এসেছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির আগে সেগুলি সম্পর্কে জেনে নিন যেগুলি এ রাজ্যের লক্ষ লক্ষ অভাবি, মেধাবি ছাত্র-ছাত্রীদের শিক্ষার বিকাশে বিশেষভাবে সহায়ক হয়েছে...
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ: রাজ্যের যে সব অভাবি, মেধাবি ছাত্র-ছাত্রীর পারিবারের বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার কম এবং মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতকে প্রাপ্ত নম্বর ৬০ শতাংশ বা তার বেশি, তাঁরা এই বৃত্তির আওতায় ১,০০০-৫,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। এর জন্য আবেদন করতে হবে অনলাইনে, http://www.svmcm.wbmdfc.co.in/pages/display/156- এই লিঙ্কে সরাসরি।
Student Credit Card: বাংলার ছাত্র-ছাত্রীদের জন্য Student Credit Card দিচ্ছে রাজ্য সরকার। এই কার্ডের সাহায্যে বাংলার ছাত্র-ছাত্রীরা তাঁদের উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। স্কুল-কলেজের শিক্ষার খরচের পাশাপাশি এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ের জন্যও ঋণ পাওয়া যাবে। এর জন্য রাজ্যের শিক্ষা দপ্তরের পোর্টালের মাধ্যমে (www.wb.gov.in-এ গিয়ে) আবেদন জানাতে হবে।