HS Unsuccessful Examinee Options: এবার উচ্চ মাধ্যমিকে ফেল করা পড়ুয়াদের নয়া অপশন, বিস্তারিত জানাল সংসদ

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। দুপুর ২টো থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে। পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিকে মেয়েদের তুলনায় ছেলেদের পাশের হার বেশি। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। ওই জেলায় ৯৫.৭৫ শতাংশ পড়ুয়া উচ্চমাধ্যমিকে পাশ করেছে। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। এই জেলায় পাশের বার ৯৩.৫৩ শতাংশ। উচ্চমাধ্যমিকে পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। পাশের হার ৯৩.৪৩ শতাংশ।

Advertisement
এবার উচ্চ মাধ্যমিকে ফেল করা পড়ুয়াদের নয়া অপশন, বিস্তারিত জানাল সংসদএবারের অকৃতকার্য পড়ুয়ারা কী করবেন?

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। দুপুর ২টো থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে। পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় ফল প্রকাশ করল  উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।  উচ্চমাধ্যমিকে মেয়েদের তুলনায় ছেলেদের পাশের হার বেশি। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। ওই জেলায় ৯৫.৭৫ শতাংশ পড়ুয়া উচ্চমাধ্যমিকে পাশ করেছে। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। এই জেলায় পাশের বার ৯৩.৫৩ শতাংশ। উচ্চমাধ্যমিকে পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। পাশের হার ৯৩.৪৩ শতাংশ।

উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.৪৬%। যা গতবারের থেকে বেশি। বাণিজ্য বিভাগে ৯৭.৫২ শতাংশ। কলা বিভাগে ৮৮.২৫ শতাংশ। ১০ বছরের মধ্যে এবারের রেজাল্ট সব থেকে ভাল রেজাল্ট। প্রথম ১০ জনের মধ্যে রয়েছে ৭২ জন। মেধাতালিকায় সবাইকে টেক্কা দিয়েছে হুগলি জেলা। উচ্চ মাধ্যমিকের প্রথম দশে এ বছর হুগলি থেকে সবচেয়ে বেশি পড়ুয়া। আছে ১৪ জন। কলকাতার ৪  জন প্রথম দশে রয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে ৪, কলকাতা থেকে ৪ জন মেধাতালিকায় স্থান পয়েছে।

আগামী শিক্ষাবর্ষে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু ৮ সেপ্টেম্বর। শেষ হচ্ছে ২২ সেপ্টেম্বর। মোট ১২ দিন পরীক্ষা। ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারি। শেষ ২৭ ফেব্রুয়ারি। একইসঙ্গে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে। যে পরীক্ষার্থীরা এবারের উচ্চমাধ্যমিক অকৃতকার্য হয়েছে, তাঁরা সেমেস্টার প্রথায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে বলে জানান হয়েছে।

এদিন শিক্ষা সংসদ জানিয়েছে, যারা অকৃতকার্য হয়েছে, তারা প্রয়োজনে নিউ সিস্টেমে পরীক্ষা দিতে পারবে। অনলাইন পোর্টালের মাধ্যমে হবে পরীক্ষা।  উল্লেখ্য,এবছর গত ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবারের উচ্চমাধ্যমিকে ৯২ শতাংশের বেশি ছাত্র পাশ করেছেন। ছাত্রীদের মধ্যে ৮৮ শতাংশের কিছু বেশি পরীক্ষার্থী পাশ করেছেন। চেয়ে ভালো হয়ে।

প্রসঙ্গত, ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা ছিল বার্ষিক পদ্ধতির শেষ বছর ৷ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণিতে চালু হচ্ছে সেমেস্টার পদ্ধতি ৷ এই পদ্ধতির প্রথম ব্যাচ ২০২৫-২৬  শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে । সেই সুযোগ থেকে বঞ্চিত হবে না চলতি বছরের অকৃতকার্য পড়ুয়ারা। কারণ তারা চাইলে, উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবে সেমেস্টার পদ্ধতিতেও। এতদিন ফেব্রুয়ারি-মার্চ থেকে শুরু হত বার্ষিক পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ কিন্তু নতুন নিয়ম অনুযায়ী সেই পরীক্ষা হবে বছরে ২ বার।  এবার যারা অকৃতকার্য হবে, তাদের জন্য দ্বাদশ শ্রেণিতে সরাসরি সেমেস্টার পদ্ধতিতে যোগ দিতে পারার সুযোগ থাকছে ৷ কারণ তাদের একাদশ শ্রেণিতে পুনরায় পড়তে হবে না।

Advertisement

POST A COMMENT
Advertisement