West Bengal HS Result 2023: ২৪ তারিখ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, কোথায়-কীভাবে নম্বর দেখবেন? রইল Link

২৪ মে বেলা সাড়ে ১২টা থেকে উচ্চ মাধ্যমিক সংসদের ওয়েবসাইটে রেজালট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ফল প্রকাশের আগে ২৪ মে দুপুর ১২টা নাগাদ শুরু হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাংবাদিক বৈঠক।

Advertisement
২৪ তারিখ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, কোথায়-কীভাবে নম্বর দেখবেন? রইল Linkউচ্চ মাধ্যমিকের রেজাল্ট
হাইলাইটস
  • ২৪ মে রেজাল্ট বের হবে
  • বেলা সাড়ে ১২টা থেকে উচ্চ মাধ্যমিক সংসদের ওয়েবসাইটে রেজালট দেখা যাবে

আগামী ২৪ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল (West Bengal HS Result 2023) প্রকাশ হবে। আজ ট্যুইট করে একথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২৪ মে বেলা সাড়ে ১২টা থেকে উচ্চ মাধ্যমিক সংসদের ওয়েবসাইটে রেজালট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এবার পরীক্ষা শেষ হবার মাত্র ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার ১৪ মার্চ থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৭ মার্চ। চলতি বছরে ৮ লাখ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (West Bengal Higher Secondary Examination 2023) বসেছিল।

ফল প্রকাশের আগে ২৪ মে দুপুর ১২টা নাগাদ শুরু হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাংবাদিক বৈঠক। ওই বৈঠকের পরেই সাড়ে ১২টা নাগাদ থেকে সংসদের ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ৩১ মে বুধবার উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেটের হার্ডকপি বিতরণ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন: HS Exam Result 2023: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে? তারিখ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

কীভাবে রেজাল্ট দেখবেন?

অনলাইনে

উচ্চ মাধ্যমিক সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in থেকে রেজাল্ট জানতে পারবেন। এছাড়াও wbresults.nic.in , www.exametc.comwww.indiaresults.com, এই ওয়েবসাইটগুলিতেও রেজাল্ট দেখা যাবে।

মেসেজ ও মোবাইল অ্যাপে রেজাল্ট

এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও মার্কস জানতে পারবেন পরীক্ষার্থীরা। এসএমএস-র মাধ্যমে ফল জানতে আপনার মোবাইলের SMS অপশনে গিয়ে 'WB12রোল নম্বর' টাইপ করতে হবে ও 5676750 বা 58888 নম্বরে পাঠিয়ে দিতে হবে। খানিক পরেই আপনার কাছে এসএমএস আসবে আপনার উচ্চমাধ্য়মিক পরীক্ষার রেজাল্ট সহ। সমস্ত বিষয়ে প্রাপ্ত নম্বরের মতো বিশদ বিবরণ পেয়ে যাবেন।

আপনার ফোনে Google Play Store খুলুন এবং WBCHSE Results 2023 অ্যাপ ইনস্টল করুন। অ্যাপটি খুললে, রেজাল্ট উইন্ডোতে যান। সেখানে প্রয়োজনীয় বিবরণ লিখুন, যেমন রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। ক্যাপচা কোডটি পূরণ করুন এবং সাবমিটে ক্লিক করুন। মোবাইলের স্ক্রিনে রেজাল্ট দেখাবে। রেজাল্ট ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।

Advertisement

POST A COMMENT
Advertisement