এ বছর থেকে দু'টি সেমেস্টারে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তৃতীয় সেমেস্টার শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর। শেষ হবে ২২ সেপ্টেম্বর। চলতি বছরের পরীক্ষা নিয়ে একটি ২৩ পাতার নির্দেশিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
OMR সিটে পরীক্ষা
এ বছর প্রথম OMR সিটে পরীক্ষা নেওয়া হবে। তৃতীয় সেমেস্টারের পুরো পরীক্ষাটাই OMR শিটে হবে। তার আগে এ সংক্রান্ত নিয়মাবলি প্রকাশিত হল। তাতে শিক্ষক কম পড়লে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকরাও ইনভিজিলেটর হতে পারবেন বলে বলা হয়েছে। তবে তাদের প্রত্যেকেই স্থায়ী পদের শিক্ষক হতে হবে, কোনও অস্থায়ী পদের শিক্ষক পরীক্ষায় ইনভিজিলেটর হতে পারবেন না।
টয়লেট যাওয়া নিয়ে বড় পরিবর্তন
এবছর পরীক্ষা চলাকালীন টয়লেট যেতে পারবেন না পরীক্ষার্থীরা। তৃতীয় সেমেস্টারের পরীক্ষা ১ ঘণ্টা ১৫ মিনিটের, তাই পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থী শৌচালয় যেতে পারবে না। তবে অত্যন্ত গুরুতর পরিস্থিতির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রশ্নপত্র এবং ওএমআর শিট জমা দিয়ে যেতে হবে।
অ্যাডমিট সংক্রান্ত নিয়ম
এবার অ্যাডমিট অনলাইনে দেওয়া হবে। স্কুল থেকে কালেক্ট করার ঝক্কি নেই। প্রথমদিন অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেলে পরীক্ষা বাতিল হবে না। তবে দ্বিতীয় দিন থেকে অ্যাডমিট আনা বাধ্যতামূলক।
মোবাইল ও ইলেকট্রনিক গেজেট সংক্রান্ত নিয়ম
এতদিন কোনও পরীক্ষার্থী মোবাইল বা ইলেকট্রনিক্স গেজেট নিয়ে ধরা পড়লে তার পুরো পরীক্ষা বাতিল হত। এ বার পরীক্ষার্থীর খারাপ আচরণের কারণেও তার পরীক্ষা বাতিল হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
বন্যা নিয়ে বিশেষ প্রস্তুতি
সেপ্টেম্বরে জেলায় কিছু জায়গায় বন্যা পরিস্থিতি থাকতে পারে। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের প্রধান পরীক্ষা কেন্দ্র এবং প্রশ্নপত্র রাখার জায়গা নিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। যেখানে বন্যা হয় সেখানে প্রশ্নপত্র রাখা যাবে না।