scorecardresearch
 

West Bengal HS Result 2023 Topper: উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার, প্রাপ্ত নম্বর ৪৯৬

WBCHSE 12th Result 2023: প্রকাশিত হল উচ্চমাধ্যমিক ২০২৩-এর ফল।  উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অর্জন করলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬।

Advertisement
উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার
হাইলাইটস
  • প্রকাশিত হল উচ্চমাধ্যমিক ২০২৩-এর ফল
  • উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অর্জন করলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শুভ্রাংশু সর্দার
  • তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬

WB Board 12th Result 2023: প্রকাশিত হল উচ্চমাধ্যমিক ২০২৩-এর (West Bengal HS Result 2023) ফল। উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অর্জন করলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। যুগ্ম দ্বিতীয় বাঁকুড়ার সুষমা খান ও উত্তর দিনাজপুরের আবু সামা। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় হয়েছেন চারজন। তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস, বালুরঘাটের শ্রেয়া মল্লিক। এদের প্রাপ্ত নম্বর ৪৯৪।মেধাতালিকায় প্রথম দশে আছেন ৮৭ জন।

উচ্চমাধ্যমিকের ফলাফল দেখুন এখানে

AT Bangla 12th board (WB)

এ বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৯.২৫ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। ৭ লক্ষ ৩৭ হাজার পরীক্ষার্থী পাশ করেছেন। সবচেয়ে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুরে। তারপর দক্ষিণ ২৪ পরগনা, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা সহ ১১টি জেলায় সবচেয়ে বেশি পাশের হার। কলকাতা রয়েছে ১০ নম্বরে। ১১ জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি।

এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ পরীক্ষা। তার ৫৭ দিনের মাথায় ফলপ্রকাশ হল আজ। উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেটে থাকছে QR Code। 

এবার উর্দু ভাষায় প্রথম স্থানে রয়েছেন মহম্মদ হাসান। নেপালিদের মধ্যে প্রথম হয়েছেন স্নেহা নেপাল। সাঁওতালি ভাষায় তিন জন প্রথম স্থানে রয়েছে। তিন জনেই ৪৭২ নম্বর পেয়েছেন।

৩১ মে থেকে ছাত্র-ছাত্রীদের মার্কশিট দিয়ে দেবে সংসদ। ছাত্র-ছাত্রীরা স্কুলেই মার্কশিট  ও সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন। 

আগামী বছর ২০২৪-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত পরীক্ষা চলবে বলে ঘোষণা করে সংসদ। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। লোকসভা নির্বাচনের কারণে এবার পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।

Advertisement

Advertisement