পরীক্ষা শেষের ৭০ দিন পর ২-মে মাধ্যমিকের ফলপ্রকাশ। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল দেখা যাবে। সকাল ৯টা ৪৫-এ ওয়েবসাইট ছাড়াও বেশ কিছু অ্যাপে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা।
এছাড়া, bangla.aajtak.in-এ আগামিকাল মাধ্যমিকের ফলাফল জানা যাবে। নীচে রইল ডাইরেক্ট লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করে পরীক্ষার ফল জেনে নিতে পারেন পরীক্ষার্থীরা।
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,৮৪, ৮৯৪ জন। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্যজুড়ে মোট ২,৬৮৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। চলতি বছর ১০ ফেব্রুয়ারি, ২০২৫ সোমবার থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। চলে ২২ ফেব্রুয়ারি, ২০২৫ শনিবার পর্যন্ত।
bangla.aajtak.in-এ কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখবেন? (Madhyamik Result Direct Link)
ডাইরেক্ট লিঙ্ক, লগইন করার প্রসেস ও স্কোরকার্ড ডাউনলোড সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য নজর রাখুন bangla.aajtak.in-এর এই লিঙ্কে। এই লিঙ্ক থেকে সরাসরি ফল দেখতে পারবেন।
রেজাল্ট দেখার জন্য কী কী লাগবে?
- রেজিস্ট্রেশন নম্বর
- জন্মতারিখ
মাধ্যমিকের রেজাল্ট দেখার অফিশিয়াল ওয়েবসাইট
wbresults.nic.in ও www.wbbse.wb.gov.in — অফিশিয়াল এই ওয়েবসাইটগুলি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা ডাউনলোড করা যাবে।
মাধ্যমিক রেজাস্ট ২০২৫ কীভাবে দেখবেন (How to Check Madhyamik Result 2025):
১. wbresults.nic.in বা wbbse.wb.gov.in ওয়েবসাইটে যান।
২. ‘WB Madhyamik Class 10 result 2025’ লিঙ্কে ক্লিক করুন।
৩. Registration Number ও জন্মতারিখ দিন।
৪. স্কোরকার্ডের PDF স্ক্রিনে এসে যাবে।
৫. ডাউনলোড করুন ও প্রিন্ট নিয়ে রেখে দিন।
এরপর স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। সকাল ১০টা থেকে পাওয়া যাবে মার্কশিট।