scorecardresearch
 

Madhyamik 2024 Routine: ২০২৪-এ মাধ্যমিকে কবে-কী পরীক্ষা? রইল রুটিন

Madhyamik 2024 Routine: আগামী বছর ২ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি, সোমবার। এবার লোকসভা ভোট থাকায় পরীক্ষা এগিয়ে আনা হয়। এবারের থেকে আগামী বছর ২১ দিন এগিয়ে দেওয়া হয়। সকাল ১১টা ৪৫ থেকে দুপুর ৩টে পর্যন্ত চলবে পরীক্ষা। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ে দেখার জন্য সময় দেওয়া হবে।

Advertisement
মাধ্যমিক ২০২৪ রুটিন/ প্রতীকী ছবি মাধ্যমিক ২০২৪ রুটিন/ প্রতীকী ছবি
হাইলাইটস
  • মাধ্যমিক ২০২৩-এর (Madhyamik 2023 Result) ফল ঘোষণা হয়েছে আজ
  • আগামী বছর ২ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে শুরু হতে চলেছে ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষা
  • শেষ হবে ১২ ফেব্রুয়ারি, সোমবার

Madhyamik Examination 2024 Routine: মাধ্যমিক ২০২৩-এর (Madhyamik 2023 Result) ফল ঘোষণা হয়েছে আজ। পরীক্ষার ৭৬ দিনের মাথায় এবারের ফল প্রকাশ হয়। পাশের হার ৮৬.১৫ শতাংশ। সাফল্যের নিরিখে মাধ্যমিক পরীক্ষায় জেলাগুলির মধ্যে শীর্ষে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে কালিম্পং ও তৃতীয় স্থানে কলকাতা। পূর্ব মেদিনীপুর চতুর্থ স্থানে। আগামী বছর ২ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে শুরু হতে চলেছে ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2024 Routine)। শেষ হবে ১২ ফেব্রুয়ারি, সোমবার। এবার লোকসভা ভোট থাকায় পরীক্ষা এগিয়ে আনা হয়। এবারের থেকে আগামী বছর ২১ দিন এগিয়ে দেওয়া হয়। সকাল ১১টা ৪৫ থেকে দুপুর ৩টে পর্যন্ত চলবে পরীক্ষা। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ে দেখার জন্য সময় দেওয়া হবে।

মাধ্যমিক ২০২৪-এ কবে, কী পরীক্ষা? (Madhyamik Examination 2024 Full Routine)

শুক্রবার- ২ ফেব্রুয়ারি, প্রথম ভাষা
শনিবার- ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় ভাষা
সোমবার- ৫ ফেব্রুয়ারি, ইতিহাস
মঙ্গলবার- ৬ ফেব্রুয়ারি, ভূগোল
বৃহস্পতিবার- ৮ ফেব্রুয়ারি, গণিত
শুক্রবার- ৯ ফেব্রুয়ারি, জীবনবিজ্ঞান
শনিবার- ১০ ফেব্রুয়ারি, ভৌতবিজ্ঞান
সোমবার- ১২ ফেব্রুয়ারি, ঐচ্ছিক বিষয়

আরও পড়ুন, Madhyamik 10th Result 2023: মাধ্যমিকের রেজাল্ট আউট, কীভাবে মার্কশিট ডাউনলোড? রইল 

এর মধ্যে প্রথম ভাষায় আছে  বাংলা, ইংরেজি, হিন্দি,  সাঁওতালি, গুজরাতি, নেপালি, ওড়িয়া, তেলুগু, তামিল, মডার্ন টিবেটান, গুরমুখি (পঞ্জাবি)।

দ্বিতীয় ভাষায় রয়েছে ইংরেজি, বাংলা বা নেপালি।

মধ্যশিক্ষা পর্ষদ ফিজিকাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল সার্ভিস ও ওয়ার্ক এডুকেশনের পরীক্ষার দিন পরে ঘোষণা করবে।

Advertisement