আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। বুধবার দুপুর ১২.৩০ মিনিচে প্রেস কনফারেন্স করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে জানানো হয়েছে, ০৭.০৫.২০২৫ তারিখ বেলা ২:০০ টো থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে মাধ্যমিক ২০২৫-এর রেজাল্ট পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট ওয়েবসাইটে ও মোবাইল অ্যাপে ফলাফল দেখা যাবে বুধবার দুপুর ২টো থেকে। রেজাল্টও ডাউনলোড করা যাবে। তবে মার্কশিট পাওয়া যাবে ৮ মে অর্থাৎ বৃহস্পতিবার। wbchse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইট থেকে সরাসরি রেজাল্ট দেখা যাবে। bangla.aajtak.in-এ একটি সরাসরি রেজাল্টের লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে ক্লিক করলেই ডাইরেক্ট রেজাল্ট দেখে নিতে পারবেন।
HS Result Direct Link - CLICK HERE FOR HS RESULT
রেজাল্ট দেখতে প্রথমে উপরের ওয়েবসাইটে যেতে হবে। এরপর Higher Secondary Result 2025 -এ ক্লিক করতে হবে। এরপর Enter Your Registration No. -এর ঘরে ক্লিক করতে হবে। এরপর Enter Date of Birth -এর জায়গায় গিয়ে নিজের জন্মতারিখ দিতে হবে। তারপর Submit বোতামে ক্লিক করতে হবে। এরফলে পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পাবে।
ধাপে ধাপে ফলাফল দেখার পদ্ধতি:
নির্ধারিত সময়ের পর উল্লিখিত যে কোনও একটি অফিসিয়াল ওয়েবসাইটে যান।
'West Bengal HS Result 2025' লিঙ্কে ক্লিক করুন।
রোল নম্বর ও জন্ম তারিখ লিখে সাবমিট করুন।
স্ক্রিনে আপনার WBCHSE Higher Secondary Marksheet 2025 প্রদর্শিত হবে।
তা ডাউনলোড করে একটি প্রিন্টআউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের জন্য।
SMS-এর মাধ্যমে WBCHSE HS ফলাফল 2025 দেখার পদ্ধতি
যারা ইন্টারনেট ব্যবহার করতে পারেন না, তারা SMS পাঠিয়েও পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
মোবাইলের Write Message অপশনে গিয়ে টাইপ করুন: WB12
কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
মার্কশিট ও পাস সার্টিফিকেট সংগ্রহের তথ্য
সকল সফল প্রার্থী তাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও পাশ সার্টিফিকেটের হার্ড কপি ৮ মে সকাল ১০টা থেকে রাজ্যের ৫৫টি মনোনীত বিতরণ কেন্দ্রের মাধ্যমে সংশ্লিষ্ট স্কুলগুলিতে পাঠানো হবে। প্রার্থীরা ওই দিন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য, এবছরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২ লক্ষ ৮০ হাজারের কম। আগের বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম। এবছর ৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হয় ১৮ মার্চ। প্রতি বছরের ন্যায় এবছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি। এবছর পরীক্ষায় বসেছেন প্রায় ৪৭ হাজার ৫৭১ জন বেশি ছাত্রী। গত বছর যেখানে পরীক্ষার্থী ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার, সেখানে এবার সেই সংখ্যাটাই ৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি এসে দাঁড়িয়েছে।