scorecardresearch
 

Interview Questions : কোন প্রাণী শুঁকে ক্যান্সারের গন্ধ পায়? রইল উত্তর

অনেক সময় সরকারি চাকরির ইন্টারভিউতে প্রাণী জগৎ থেকে প্রশ্ন (Tricky Interview Questions) করা হয়। আর সবচেয়ে বড় কথা সেই সমস্ত প্রশ্নের উত্তর অনেক সময় বইতে থাকে না। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন ও সেগুলির উত্তর। এর মাধ্যমে আপনিও বাড়াতে পারেন নিজের জ্ঞান। 

Advertisement
Interview Questions Interview Questions
হাইলাইটস
  • প্রাণী জগৎ থেকেও প্রশ্ন করা হয় চাকরির ইন্টারভিউতে
  • অনেক সময় সেইসব প্রশ্নের উত্তর বইতেও থাকে না
  • তেমনই কিছু প্রশ্ন ও উত্তর জেনে নিন

Animal Facts Interview Questions : প্রাণীদের সংসার খুবই বিচিত্র। এদের বিষয়ে যত জানা যায়, ততই বেড়ে যায় জিজ্ঞাসা। আবার অনেক সময় এই বিষয় থেকে সরকারি চাকরির ইন্টারভিউতে প্রশ্নও (Tricky Interview Questions) করা হয়। আর সবচেয়ে বড় কথা সেই সমস্ত প্রশ্নের উত্তর অনেক সময় বইতে থাকে না। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন ও সেগুলির উত্তর। এর মাধ্যমে আপনিও বাড়াতে পারেন নিজের জ্ঞান। 

প্রশ্ন - কোন প্রাণী বোমা শনাক্ত করতে পারে?
উত্তর - সাধারণত প্রবল ঘ্রাণ শক্তির জন্য কুকুর বোমা খুঁজে বের করতে পারে। বম্ব স্কোয়াডও কুকুরের সাহায্য নেয়। তবে মৌমাছিকেও বোমা শনাক্তকরণের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।

প্রশ্ন - কোন প্রাণী দুধ ও ডিম উভয়ই দেয়?
উত্তর - প্লাটিপাস এবং ইকটিনা উভয়ই স্তন্যপায়ী, তবে তারা ডিমও পাড়ে।

প্রশ্ন - কোন প্রাণী দ্রুত উড়তে পারে, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে না?
উত্তর - বাদুড় দ্রুত উড়তে পারে, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে না। তাই ঘুমনোর সময় পায়ের সাহায্যে উল্টো হয়ে ঝুলে ঘুমোয়। 

প্রশ্ন - মাথা কেটে যাওয়ার পরেও বেঁচে তাকে কোন প্রাণী?
উত্তর - আরশোলা মস্তিষ্ক শরীরের ভিতরে থাকে, তাই মাথা কেটে গেলেও সেটি বেঁচে থাকে। 

প্রশ্ন - কোন প্রাণী ঘাড় না ঘুরিয়ে ৩৬০ ডিগ্রি দেখতে পারে?
উত্তর - ব্যাঙের চোখ ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে, তাই ঘাড় না ঘুরিয়েও সেটি সবকিছু দেখতে পায়। 

প্রশ্ন - কোন প্রাণী ক্যান্সার শুঁকতে পারে?
উত্তর - কুকুরের ঘ্রাণের ক্ষমতা খুব শক্তিশালী। কুকুর মানবদেহে ক্যান্সার থেকে নির্গত গন্ধ চিনতে পারে।

আরও পড়ুনকেন্দ্রীয় মন্ত্রীর ভুয়ো লেটার হেড নিয়ে প্রতারণা, মালদায় ধৃত বাবা-ছেলে

Advertisement

 

Advertisement