Interview Tricky Questions : কোন ফল পাকতে ২ বছর সময় নেয়? জেনে নিন উত্তর

General Knowledge : চাকরির ইন্টারভিউতে শুধুমাত্র জ্ঞান নয়, উপস্থিত বুদ্ধিও পরীক্ষা করে দেখা হয়। তার জন্য কখনও কখনও বিভিন্ন প্রশ্ন ঘুরিয়েও করা হয়। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন ও উত্তর। 

Advertisement
কোন ফল পাকতে ২ বছর সময় নেয়? জেনে নিন উত্তরপ্রতীকী ছবি
হাইলাইটস
  • সরকারি চাকরি পেতে সবচেয়ে কঠিন ধাপ ইন্টারভিউ
  • ইন্টারভিউ বোর্ডে ধরা হয় নানা প্রশ্ন
  • জ্ঞানের পাশাপাশি পরীক্ষা নেওয়া হয় উপস্থিত বুদ্ধিরও

Tricky Interview Questions : সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন ধাপ হল ইন্টারভিউতে পাশ করা। আর ইন্টারভিউতে শুধুমাত্র জ্ঞান নয়, উপস্থিত বুদ্ধিও পরীক্ষা করে দেখা হয়। তার জন্য কখনও কখনও বিভিন্ন প্রশ্ন ঘুরিয়েও করা হয়। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন ও উত্তর। 

প্রশ্ন - কোন ফল পাকতে ২ বছর সময় নেয়?
উত্তর - আনারস।

প্রশ্ন - কোন প্রাণীর হৃদযন্ত্র গাড়ির মত বড়? 
উত্তর - তিমি।

প্রশ্ন - শিলবট্টাকে ইংরেজিতে কী বলা হয়?
উত্তর - গ্রাইন্ডিং স্টোন।

প্রশ্ন - কোন ফুলের ওজন ১০ কিলো পর্যন্ত হয়?
উত্তর - মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় রাফলেসিয়া নামে একটি ফুল পাওয়া যায়, যার ব্যাস প্রায় ১৪ মিটার। এগুলির ওজন ১০ কিলো পর্যন্ত হতে পারে। 

প্রশ্ন - কোন প্রাণীর দেহে ৩টি হৃদযন্ত্র থাকে?
উত্তর - অক্টোপাস।

প্রশ্ন - কোন দেশে প্রতিবছর রাষ্ট্রপতিকে নির্বাচিত করা হয়?
উত্তর - সুইৎজারল্যান্ড।

প্রশ্ন - কোন জীব জন্মের পর ২ মাস পর্যন্ত ঘুমায়?
উত্তর - ভাল্লুক।

প্রশ্ন - কম্পিউটারকে হিন্দিকে কী বলে?
উত্তর - সংগণক।

প্রশ্ন - কোন প্রাণী কখনও জলপান করে না?
উত্তর - ক্যাঙ্গারু ইঁদুর।

আরও পড়ুনজেলে স্বামী, বসিরহাটে রহস্যমৃত্যু নৃত্যশিল্পীর; আটক প্রেমিক


 

POST A COMMENT
Advertisement