২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মাধ্যমিকে এবার প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। মাধ্যমিকে প্রথম হয়ে স্বভাবতই উচ্ছ্বসিত অদৃত। মাধ্যমিকের মতো জীবনের প্রথম বড় পরীক্ষায় কীভাবে সফল হওয়া যাবে, টিপসও দিল অদৃত।
সংবাদমাধ্যমে অদৃত বলেছেন, 'অভাবনীয়। স্কুলের শিক্ষকরা ভাল করে গাইড করেছেন। নিয়মিত পড়াশোনা করেছি। ভাল ফলে নেপথ্যে বাবা, মা, দিদির অবদান রয়েছে।'ডাক্তারি পড়তে চায় অদৃত। সাহিত্যের প্রতি তার ঝোঁক রয়েছে।
আগামী দিনে মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের টিপসও দিয়েছে অদৃত। বলেছে, 'প্রথম থেকে নিয়ম করে পড়তে হবে। তা হলেই সাফল্য আসবে।'
মাধ্যমিক রেজাল্ট দেখুন এখানে
অফিশিয়াল ওয়েবসাইট— wbresults.nic.in ও wbbse.wb.gov.in -এ রেজাল্ট দেখতে পারবেন। আমাদের পোর্টালে সরাসরি রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন ।
এই বছর মাধ্যমিকে ৯.৮৪ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। পরীক্ষা হয়েছিল ১০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে। রেজাল্ট দেখা যাবে রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে। সকাল ১০টা থেকে স্কুল ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।
কীভাবে দেখবেন Madhyamik Result 2025:
১. wbresults.nic.in বা wbbse.wb.gov.in-এ যান
২. ‘WB Madhyamik Class 10 Result 2025’ লিঙ্কে ক্লিক করুন
৩. রেজিস্ট্রেশন নম্বর ও DOB দিন
৪. স্কোরকার্ড দেখুন ও ডাউনলোড করুন
পাশ নম্বর: প্রতি বিষয়ে ও মোট নম্বরে অন্তত ৩৪% পেলে পাশ।
রেজাল্ট, ডাইরেক্ট লিঙ্ক, লগইন প্রসেস, স্কোরকার্ড ডাউনলোড, এবং জেলার ভিত্তিতে রেজাল্ট বিশ্লেষণ জানতে চোখ রাখুন bangla.aajtak.in-এ আমাদের লাইভ ব্লগে। পেজটি বুকমার্কও করে রাখতে পারেন।