scorecardresearch
 
Advertisement

HS Scrutiny- Review Tatkal Service: উচ্চ মাধ্যমিকে নয়া ব্যবস্থা, স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য 'তৎকাল সার্ভিস' চালু

HS Scrutiny- Review Tatkal Service: উচ্চ মাধ্যমিকে নয়া ব্যবস্থা, স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য 'তৎকাল সার্ভিস' চালু

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৪-এর রেজাল্ট। বেলা ৩টে থেকে অনলাইনে ফল দেখা যাবে। এবার স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য নয়া ব্যবস্থা 'তৎকাল সার্ভিস' চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার, ১০ মে সকাল ১০টা থেকে ৫৫টা ক্যাম্পের মাধ্যমে রেজাল্ট দেওয়া হবে। বেলা ১২টা থেকে এই সার্ভিস চালু হচ্ছে। ১০ থেকে ১৩ তারিখ রাত ১২টা পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। যারা স্ক্রুটিনি করবেন তারা এখানে আবেদন করলে সাতদিনের মধ্যে সংশোধিত সার্টিফিকেট পাবেন। বাইরে ভর্তি হওয়ার ক্ষেত্রে যাতে সমস্যায় না পড়তে হয় সে জন্য এই ব্যবস্থা চালু করেছে শিক্ষা সংসদ।

Advertisement