Advertisement

WB HS Topper 1st 10th: উচ্চ মাধ্যমিকে প্রথম দশে কারা আছেন? দেখে নিন একনজরে

উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result 2024) প্রকাশিত হল। ফল প্রকাশ করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। প্রথম হয়েছেন- আলিপুরদুয়ারের অভীক দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.২০ শতাংশ। ৪৯৬ নম্বর পেয়েছেন। দ্বিতীয় হয়েছেন সৌম্যদীপ সাহা- নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। ৯৯ শতাংশ নম্বর পেয়েছেন। তৃতীয় হয়েছেন একজন। নাম অভিষেক গুপ্ত। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা। ৯৮.৮ শতাংশ। প্রাপ্ত নম্বর ৪৯৪। এছাড়া প্রথম দশে কারা আছেন দেখে নিন এনজরে।

Advertisement
POST A COMMENT