দুবছর করোনা কালে ব্যাহত হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। তবে করোনা প্রকোপ কমতেই ২০২২ সালে ফের স্বমহিমায় ফেরে জীবনের প্রথম বড় পরীক্ষা। কোভিড বিধি মেনে রাজ্যের স্কুল গুলিতে নেওয়া হয় চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৮৮ হাজার ৯০৭জন। সেখানে ৬ লক্ষ ৯ হাজার ৮৬৮ জন ছাত্রী। আজ সকাল ১০টা থেকে পর্ষদের ওয়েবসাইটে মিলবে ফল। এছাড়াও এসএমএস এর মাধ্যমেও ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ফল দেখা যাবে wbresults.nic.in এ। রাজ্যের মোট ৪ হাজার ১৯২টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। ৭ মার্চ থেকে শুরু হয় ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয় ১৬ তারিখ। ৭৯ দিনের মাথায় পরীক্ষার ফল প্রকাশ করলো রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ।
Madhyamik Result 2022 madhya siksha parshad pc