scorecardresearch
 
Advertisement

School under the Tree Maintaining Covid Rules: কোভিড বিধি মেনে স্কুল বসেছে গাছতলায়

School under the Tree Maintaining Covid Rules: কোভিড বিধি মেনে স্কুল বসেছে গাছতলায়

কোভিডের প্রভাবে বন্ধ স্কুল। যেন লাটে উঠেছে ছাত্রছাত্রীদের পড়াশুনা। তাই ফের সেই সব পড়ুয়াদের স্কুলমুখী করতে এবং তাদের মধ্যে শিক্ষার আলো জ্বালাতে শিক্ষকদের উদ্যোগে অভিনব কায়দায় গাছের তলায় বসছে স্কুল। যখন দেশে বন্ধ স্কুল-কলেজ, ঠিক তখনই এমন এক উল্টো চিত্র দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ধলহারা গ্রামে। ধলহরার হিন্দু বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উদ্যোগ নিয়ে গাছতলায় চালু করেছেন স্কুল। নিরাপদ শারীরিক দূরত্ব, মুখে মাস্ক অর্থাৎ সমস্ত কোভিড বিধি মেনেই গাছের তলায় চলছে শিক্ষাদান পর্ব। এতে ছাত্রছাত্রীদের পাশাপাশি খুশি অভিভাবকরাও। পড়ানোর পাশাপাশি এদিন শিক্ষকদের গলায় দেখা গেল এক অভিনব প্ল্য়াকার্জ। যেখানে লেখা 'আমরা পড়াতে চাই।' সরকারের কাছে তাঁদের আবেদন, সব দিন না হলেও সপ্তাহের নির্দিষ্ট কিছু দিন এবং নির্দিষ্ট সময়ের জন্য যেন অন্তত বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়।

School Is Running Under The Tree Maintaining Covid Restrictions

Advertisement