scorecardresearch
 
 

VIDEO: UPSC-তে সাফল্য কোন পথে, জানালেন ৭৯ র‍্যাঙ্ক করা শুভঙ্কর

বাংলা থেকে ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে একজন ঝাড়গ্রামের শুভঙ্কর বালা, র্য়াঙ্ক করেছেন ৭৯। চাকরি ছেড়ে দিয়ে লেগে পড়েছিলেন ইউপিএসসি-র পরীক্ষার জন্য। কথা হচ্ছিল তাঁর সঙ্গে। কী করে প্রস্তুতি নিলেন, লেখাপড়ার বাইরের জগতে তাঁর কাছে কী আছে, জানা গেল সে সব।