উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছেন শিরিন আলম। শিলিগুড়ির শিক্ষারত্ন শিক্ষক সামসুর আলমের কন্যা শিরিন আলম ৪৮৯ পেয়ে উচ্চমাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে। তাঁর সাফল্যে গর্বিত এলাকাবাসী। শিরিনের বাবা সামসুর আলম ফাঁসিদেওয়ার বিধাননগরের মুরালিগছ হাইস্কুলের প্রধান শিক্ষক এবং মা স্ত্রী মাটিগাড়া হাইস্কুলের শিক্ষিকা। শিরিন আলম শিলিগুড়ি পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের আশরফ নগরের বাসিন্দা। আগামীতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে চায় শিরিন। তারপর সেও সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে আইএফএস হতে চায় সে।