scorecardresearch
 
Advertisement

West Bengal HS Result 2023: উচ্চ মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ শিলিগুড়ির উৎসা, দিলেন ভাল নম্বর তোলার টিপস

West Bengal HS Result 2023: উচ্চ মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ শিলিগুড়ির উৎসা, দিলেন ভাল নম্বর তোলার টিপস

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে উৎসা কুণ্ডু। শিলিগুড়ির ভারতনগরের বাসিন্দা তিনি। কলা বিভাগের ছাত্রী উৎসার মোট প্রাপ্ত নম্বর ৪৯১। এই ফল তার কাছে অপ্রত্যাশিত ছিল বলে জানায়। ভবিষ্যতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেবে উৎসা। স্বাভাবিক ভাল ফল করায় উৎসার পরিবারের সবাই খুশি। কিভাবে ভাল নম্বর পাওয়া যায় তার বেশ কিছু টিপস দিলেন উৎসা।

TAGS:
Advertisement