scorecardresearch
 
Advertisement

West Bengal HS Result 2023: উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার, জানুন প্রথম ১০ এ কারা

West Bengal HS Result 2023: উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার, জানুন প্রথম ১০ এ কারা

৫৭ দিনের মাথায় উচ্চমাধ্যমিক ২০২৩-এর ফল প্রকাশ হল । উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অর্জন করলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। উচ্চমাধ্যমিকে যুগ্ম দ্বিতীয় বাঁকুড়ার সুষমা পাল ও উত্তর দিনাজপুরের আবু সামা। প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় হয়েছেন চারজন। তৃতীয় তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস, বালুরঘাটের শ্রেয়া মল্লিক। এদের প্রাপ্ত নম্বর ৪৯৪। এ বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৯.২৫ শতাংশ। ৭ লক্ষ ৩৭ হাজার পরীক্ষার্থী পাশ করেছেন। সবচেয়ে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুরে। তারপর দক্ষিণ ২৪ পরগনা, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা সহ ১১টি জেলায় সবচেয়ে বেশি পাশের হার। কলকাতা রয়েছে ১০ নম্বরে। পরের বছরের উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্টও জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান,'পরের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।'

Advertisement