'যোগ্য চাকরিহারা শিক্ষক, যাঁরা এই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাবেন না। তাদের জন্য শূন্যপদ বাড়ানো হতে পারে।' সোমবার এমনই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইদানিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'নিয়োগ প্রক্রিয়া শেষ হোক। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর শূন্যপদ বাড়ানো নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। কিন্তু যতক্ষণ না পুরো প্রক্রিয়া শেষ হচ্ছে, ততক্ষণ এ নিয়ে আমি কথা বলতে পারি না।'