scorecardresearch
 
Advertisement

Bengal Teachers New Pension Rules: শিক্ষকদের পেনশনে নতুন নিয়ম, যে ঘোষণা করলেন ব্রাত্য

Bengal Teachers New Pension Rules: শিক্ষকদের পেনশনে নতুন নিয়ম, যে ঘোষণা করলেন ব্রাত্য

শিক্ষকদের পেনশন নিয়ে নয়া নিয়ম চালুর ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিন বিকাশ ভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান,' শিক্ষক-শিক্ষিকারা ১০ বছরের বেশি কাজ করলে তারা পেনশন পাওয়ার যোগ্য হন। এই নিয়ম অনুযায়ী, ১০ বছরের থেকে ৬ মাস কম হলেও তাদের মার্জনা করে পেনশন দেওয়া হয়। তবে  ন'বছর ছয় মাসের বেশি নিরবচ্ছিন্ন ভাবে কাজ করলে তবেই পেনশন দেওয়া হত শিক্ষক-শিক্ষিকাদের। কিন্তু এতদিন বিদ্যালয়গুলি সেটি করত না। ফলে তাদের ন্যায়ালয়ে ঘুরতে হত। এই প্রক্রিয়াটিই এখন সহজ করা হল। এখন থেকে পুরো বিষয়টি দেখবে দফতর। দফতর যোগ্য ব্যক্তিকে নির্ধারণ করে অবসর ভাতা দেওয়ার ব্যবস্থা করে দেবে।

Advertisement