scorecardresearch
 

Exit Poll: ৪ দশক পর ইতিহাসের পুনরাবৃত্তি! বিজয়নেই আস্থা কেরলের

ঈশ্বরের আপন দেশে ফের লালঝড়। পাঁচ বছর অন্তর সরকার বদলের রেওয়াজ ভেঙে কেরলে বামেরাই ফের ক্ষমতায় ফিরতে চলেছে, এমনটাই বলছে India Today-Axis My India exit poll। বুথ ফেরত সমীক্ষা বলছে কেরলে বামেদের নেতৃত্বাধীন LDF পাবে ১০৪ থেকে ১২০টি আসন। কংগ্রেসের নেতৃত্বাধীন UDF-এর জোটের কপালে জুটতে পারে ২০-৩০টি আসন। বিজেপির নেতৃত্বাধীন NDA জোট পাবে ০-২টি আসন।

Advertisement
ঈশ্বরের আপন দেশে ফের লালঝড় ঈশ্বরের আপন দেশে ফের লালঝড়
হাইলাইটস
  • ৫ বছর অন্তর সরকার বদলের রেওয়াজ রয়েছে কেরলে
  • এবার সেই প্রথা ভাঙতে চলেছে
  • এমনটাই দিক নির্দেশ করছে India Today-Axis My India exit poll


ঈশ্বরের আপন দেশে ফের লালঝড়। পাঁচ বছর অন্তর সরকার বদলের রেওয়াজ ভেঙে কেরলে বামেরাই ফের ক্ষমতায় ফিরতে চলেছে, এমনটাই বলছে  India Today-Axis My India exit poll। বুথ ফেরত সমীক্ষা বলছে  কেরলে বামেদের নেতৃত্বাধীন  LDF পাবে ১০৪ থেকে ১২০টি আসন। কংগ্রেসের নেতৃত্বাধীন UDF-এর জোটের কপালে জুটতে পারে ২০-৩০টি আসন। বিজেপির নেতৃত্বাধীন NDA জোট পাবে ০-২টি আসন। 

India Today-Axis My India exit poll-এর সমীক্ষা বলছে মোট ভোটের ৪৭ শতাংশ যাবে LDF জোটের ঘরে। UDF জোট পাবে মোট ভোটের ৩৮ শতাংশ। NDA পাবে ১২ শতাংশ ভোট। অন্যান্য দলগুলি পাবে ৩ শতাংশ ভোট। এবারের বুথফেরত সমীক্ষা কেরলের প্রতিটি জেলার ২৮,১২৪ জন ভোটেরর সঙ্গে কথা বলে তৈরি করা হয়েছে।

 ট্র্যাডিশন ভাঙছে এবার?
ভোটের আগে আয়োজিত Opinion Poll আভাস পাওয়া গেছিল এবার কেরলে প্রথা ভেঙে ফের একবার বাম সরকারই আসতে চলেছে। Exit Poll-এর ফলেও তার কোনও পরিবর্তন হল না। কেরলে সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তন হয়। এবার LDF আসে তো একবার  UDF সরকার গঠন করে। সেই ট্র্যাডিশন নাকি এবার ভাঙতে চলেছে।  UDF নয় ক্ষমতায় ফিরবে LDF।  রাজ্যে ক্ষমতার রঙবদলে শেষবার এমন পরিস্থিতি দেখা গিয়েছিল ১৯৮০ সালে। তারপর থেকে কোনওদিনই কেরালায় কোনও শাসকদল বা জোট পরপর দু’দফায় ক্ষমতায় ফেরেনি। আর যদি এটা সম্ভবপর হয় তাহলে তার কৃতীত্ব যাবে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পকেটেই।

কেরলে এবার বিজয়ন ফ্যাক্টর
কেরলে  LDF-এর জয়জয়কারের পেছনে মূল কারিগর এবারে নাকি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। যেভাবে তিনি রাজ্যের করোনা পরিস্থিতির মোকাবিলা করেছেন একুশের ভোটে তাঁর সুফল পেতে চলেছে দল, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যের অধিকাংশ মহিলা ভোটারের সমর্থনও গেছে LDF-এর দিকে। বিজেপির ভরসা হিন্দু ভোটও গেছে LDF জোটের দিকে। মুসলিম ভোট পেয়েছে UDF। 

Advertisement

BJP-র অস্বস্তি বাড়ল
বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট দক্ষিণের রাজ্যে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিল। কেরলে নিজেদের মাটি শক্ত করতে সর্বশক্তি দিয়ে নেমেছিল বিজেপি। অমিত শাহ- নরেন্দ্র মোদী- জেপি নাড্ডা সকলেই হাজির হয়েছিলেন প্রচারে। বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুল ধরা হয়েছিল মেট্রোম্যান শ্রীধরণকে। তাপরেও মাত্র ০-২ আসনেই আটকে যেতে পারে মোদীর রথ, এমনই চমকপ্রদ তথ্য জানাচ্ছে বুথফেরত সমীক্ষা। দেশের একমাত্র লালদুর্গে তেমন কল্কে পাবে না গেরুয়া শিবির।

জাদু চলল না রাহুলেরও
কেরলের ওয়ানাড় কেন্দ্রের সাংসদ রাহুল গান্ধী। নিয়মিত প্রচারও করেছেন কংগ্রেসের হয়ে। তারপরেও  ট্র্যাডিশন মেনে কংগ্রেসের নেতৃত্বাধীন UDF জোট ক্ষমতা দখলের কাছাকাছি আসতে পারছে না। ভোটের আদে দলে একের পর এক ভাঙন ও গোষ্ঠীদ্বন্দ্বে এমনিতেই জেরবার ছিল কংগ্রেস শিবির। India Today-Axis My India exit poll বলছে এই রাজ্যে ২০ থেকে ৩৬টা আসন পেতে পারে। ফলে ফের একবার রাহুল গান্ধীর নেতৃত্ব প্রশ্নের মুখে পড়তে চলেছে তা বলাই বাহুল্য। এবার ১৪০ আসনের কেরলে একদিনেই হয়েছে নির্বাচন। গত ৬ এপ্রিল নির্বাচন হলেও ফল বের হতে চলেছে ২ মে। 

 

Advertisement