Mamata Banerjee : 'এবার আর BJP-কে ভোট দেবেন না', এই প্রথম গেরুয়া সমর্থকদের বার্তা মমতার

I-PAC-এর অফিসে ED-র হানা দেওয়ার দিনই BJP-র সমর্থকদের বড় বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। বিজেপি-কে ভোট দেবেন না। গেরুয়া সমর্থকদেরই আবেদন জানালেন তিনি। 

Advertisement
'এবার আর BJP-কে ভোট দেবেন না', এই প্রথম গেরুয়া সমর্থকদের বার্তা মমতারবিজেপি সমর্থকদের বার্তা মমতার
হাইলাইটস
  • BJP-র সমর্থকদের বড় বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের
  • কী বললেন তিনি?

I-PAC-এর অফিসে ED-র হানা দেওয়ার দিনই BJP-র সমর্থকদের বড় বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। বিজেপি-কে ভোট দেবেন না। গেরুয়া সমর্থকদেরই আবেদন জানালেন তিনি। 

বৃহস্পতিবার সন্ধেবেলা আউট্রাম ঘাটের ট্রানজিট পয়েন্টে গঙ্গাসাগর মেলার  উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানে তিনি নানা ইস্যুতে নরেন্দ্র মোদী-আমিত শাহর দলকে আক্রমণ করেন। বলেন, 'এখন তো SIR হচ্ছে। আধার কার্ড বানাতে হাজার টাকা করে নিয়েছে ওরা। এখন তো ওরা রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড কিছুই মানছে না। এভাবে এই রাজ্যে জিততে চাইছে। BJP-র সমর্থকদের উদ্দেশে বলছি, একটাও ভোট আপনারা বিজেপি-কে দেবেন না। ওরা দেশকে বেচে দিয়েছে। ভোট পেলে আপনাদেরও বেচে দেবে।' 

আজ সকাল থেকে I-PAC-এর মালিক প্রতীক জৈন ও তাঁর অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। সেই বিষয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'ভোট সংক্রান্ত আমাদের নথি চুরির চেষ্টা হচ্ছে। আমার নামে মিথ্যা কেস দেওয়ার চেষ্টা হচ্ছে। যদি আমার বাড়িতে চুরি করতে তাহলে চেষ্টা তো করব আটকাতে। চুরি করে সব নিয়ে চলে গেছে। সব তথ্য, SIR-এর লিস্ট সব নিয়ে পালিয়েছে। ভোটের আগে মনে পড়ে ভোটবন্দি, নোটবন্দি। যত খুশি হামলা করছে। শুধু মিথ্যা বলছে।' 

এদিকে প্রায় ১২ ঘণ্টা পর সল্টলেকে I-PAC-এর অফিস থেকে বের হন ED-র তদন্তকারীরা। সেখান থেকে বেরোতেই তাঁদের তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়। 'গো ব্যাক' স্লোগানও দেওয়া হয়। এছাড়াও 'জয় বাংলা' স্লোগান দেওয়া হয়। তবে কড়া নিরাপত্তার মধ্য়ে আধিকারিকরা এলাকা ছাড়েন। 

আজ সকালে I-PAC-এ ইডি যেখানে হানা দিয়েছিল সেখানে চলে যান মমতা বন্দ্যোপাধ্য়ায়। অভিযোগ, তিনি কিছু নথি এবং মোবাইল-ল্যাপটপ নিয়ে নিজের গাড়িতে তোলেন। তাঁর এই অভিযানের বিরুদ্ধে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর পাল্টা হাইকোর্টে যায় রাজ্য সরকারও। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করা এই মামলায় যুক্ত করা হয়েছে আইপ্যাক এবং ইডিকেও। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা আছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement