Abhishek Banerjee-Suvendu Adhikari : 'প্যারাসিটামল মেলে', শুভেন্দুর কথা শুনে অভিষেকের পরামর্শ,'ফ্রিতে মাথার ডাক্তার

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে দাঁড়িয়েই তাঁকে চ্যালেঞ্জ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। বললেন, 'মানুষ সুযোগ দিলে নন্দীগ্রামে প্রতি বছর সেবাশ্রয় হবে। কারও বুকের পাটা থাকলে আটকান।'

Advertisement
'প্যারাসিটামল মেলে', শুভেন্দুর কথা শুনে অভিষেকের পরামর্শ,'ফ্রিতে মাথার ডাক্তারশুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
হাইলাইটস
  • নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে চ্য়ালেঞ্জ অভিষেকের
  • কী বললেন ডায়মন্ডহারবারের সাংসদ?

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে দাঁড়িয়েই তাঁকে চ্যালেঞ্জ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। বললেন, 'মানুষ সুযোগ দিলে নন্দীগ্রামে প্রতি বছর সেবাশ্রয় হবে। কারও বুকের পাটা থাকলে আটকান।' পাল্টা দিলেন শুভেন্দুও। তাঁর জবাব, 'ওই ক্য়াম্পে প্যারাসিটামল এবং ওআরএসের প্যাকেট বিতরণ করা হয়েছে। নন্দীগ্রামের মানুষ অত সস্তা নয়।' 

নন্দীগ্রামে দুটো সেবাশ্রয় ক্যাম্প শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। সেই ক্যাম্প পরিদর্শনে যান ডায়মন্ডহারবারের সাংসদ। সেখানে তিনি নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন। শুভেন্দু অধিকারী প্রায় ৬ বছর আগে বিজেপিতে যোগ দিলেও আজও স্থানীয় বাসিন্দাদের জন্য কিছু করেননি, দাবি করেন তিনি। বলেন, 'নন্দীগ্রামে তৃণমূলের পোস্টার, ব্যানার ছেঁড়া হয়েছে। আসলে বিরোধীরা বুঝতে পেরেছে, ওদের পায়ের তলার মাটি নেই। আপনি বিজেপিতে গিয়েছেন ২০২০ সালে। পাঁচ বছরে আপনি নন্দীগ্রামের জন্য কী করেছেন? একটা রাস্তা বা কোনও উন্নয়নমূলক প্রকল্প করেছেন? কোনও পরিযায়ী শ্রমিক যদি বিপদে পড়েছেন তাঁকেও সাহায্য করেননি। নন্দীগ্রামে তৃণমূল না জিতলেও মানুষের পাশে থেকেছে। SIR-এর কারণে এই জেলা থেকেই শুধু ৮ জন মারা গিয়েছেন। সেই সব পরিবারের পাশেও রাজ্যের বিরোধী দলনেতা দাঁড়াননি।' 

তাঁর আরও কটাক্ষ, 'উনি বলেছেন ওষুধ খাবেন না। আমি তো বলছি সেবাশ্রয়ে আসুন। মাথার ডাক্তার দেখান। ফ্রিতে ব্যবস্থা করে দেব। সেবাশ্রয়ে লোক আসবে কি না সেটা তো এলাকার মানুষ ঠিক করবে। শুভেন্দু অধিকারী এত কথা বলছেন, আমি জানি না ওঁর বাড়ির লোক কিছু বলেছেন কিনা। এখানে বিজেপির লোকজনও আসতে পারেন চিকিৎসা করাতে।' 

এরপর অভিষেককে পাল্টা দেন শুভেন্দু। তাঁর কটাক্ষ, 'আমি খুব খুশি যে তাঁরা বিরোধী দলনেতার কেন্দ্রকেই বেছে নিয়েছেন। উনি তো তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সেখানে গিয়ে তো প্যারাসিটামল এবং ওআরএস বিলি করেছেন।' 

নন্দীগ্রামে সেবাশ্রয়ে ভালো সমর্থন পেয়েছেন, অভিষেকের এই দাবিও খারিজ করে দেন শুভেন্দু। তাঁর পাল্টা দাবি, নন্দীগ্রামের ৪১টি শহিদ পরিবারের মধ্য়ে ৩৫টি পরিবার উপস্থিত ছিল না। ওই সভায় নন্দীগ্রামের স্থানীয় মানুষ ছিল না। কয়েকটি শহিদ পরিবারের সদস্যরা গিয়েছিলেন রাজনৈতিক কারণে। সাধারণ মানুষ সমর্থন করেননি। 

Advertisement

এরপরই শুভেন্দু আক্রমণ করেন অভিষেককে। বলেন, 'নন্দীগ্রাম ছিল বলেই ওঁর পিসিমণি মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন। আর উনি দিল্লি থেকে এসে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। মুখ্যমন্ত্রী ২০১২ সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন শহিদ মিনার বানানোর, গোকুলনগরে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল, সোনাচূড়ায় আইটিআই স্কুল তৈারির। কোনও কথা রাখেননি। হতে পারে উনি নন্দীগ্রামে হেরেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী তো হয়েছেন। তাহলে এখানকার মানুষের কথা মনে রাখেননি কেন?'  

POST A COMMENT
Advertisement