scorecardresearch
 
Advertisement

VIDEO: দিলীপ বললেন, 'কাউন্সিলারের বাড়ির সামনে পায়খানা করে দিন'

VIDEO: দিলীপ বললেন, 'কাউন্সিলারের বাড়ির সামনে পায়খানা করে দিন'

শনিবার রাত থেকে বৃষ্টির কারণে খড়গপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে জল জমেছিল। রবিবার সকালে নিজের সাংসদ এলাকা খড়গপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে জল জমেছিল। রবিবার সকালে নিজের সাংসদ এলাকা খড়গপুর শহরের ২ নং ওয়ার্ডে সেই পরিস্থিতি দেখতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি ৷ ওই ওয়ার্ডের কাউন্সিলর আবার বিজেপির সুখরাজ কাউর৷ আর সেখানে গিয়েই মেজাজ হারালেন দিলীপবাবু। স্থানীয় মানুষেরা দিলীপ ঘোষের কাছে পরিস্থিতি থেকে উদ্ধারের অনুরোধ করলে রেগে যান স্থানীয় সাংসদ । এলাকাবাসী তাঁকে ঘিরে ধরে জানায়, তাঁরা দীর্ঘদিন ধরে জল যন্ত্রনায় ভুগছেন।  তাতেই রীতিমতো মেজাজ হারিয়েই নিজের দলের কাউন্সিলরের বিরুদ্ধেই শাস্তির নিদান  দিলেন স্থানীয়দের। তিনি বলেন, "আমি সাংসদ কোটার টাকাও দেব, আর আপনাদের হয়ে পৌরসভার বিরুদ্ধে আন্দোলন-ও করব! আর, আপানারা কি বাড়িতে বসে ঘুমাবেন?যান গিয়ে আন্দোলন করুন, রাস্তা অবরোধ করুন।কাউন্সিলরের বাড়ির সামনের রাস্তা ঘেরাও করুন। তার বাড়ির সামনে গিয়ে মলত্যাগ করুন, বাড়ির সামনে কাদা ফেলে দিয়ে আসুন। তার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিন। যে ছোটো লোক, তার সঙ্গে ছোটো লোকের মতোই ব্যবহার করতে হবে ৷ দরকার পড়লে কাউন্সিলর-কে ল্যাম্প পোস্টে বেঁধে রাখুন।" জানা গেছে, ওই এলাকার কাউন্সিলর বিজেপি'র সুখরাজ কাউর। মহিলা কাউন্সিলর। দিলীপের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, দিলীপ বাবু কি জানতেন না যে এই এলাকার কাউন্সিলর তাঁর দলেরই একজন মহিলা কর্মী! তিনি জানুন বা না জানুন এদিন খড়গপুর পৌরসভার প্রতি ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এলাকার কাউন্সিলর সম্পর্কেও যেসমস্ত মন্তব্য তিনি  করে বসেন, তা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে!

Advertisement