কেরালা বিধানসবায় মোট ১৪০টি আসন রয়েছে। বাম নেতৃত্বাধীন এলডিএফের দখলে রয়েছে ৯২ জন বিধায়ক। এর মধ্যে সিপিএমের ৫৮, সিপিআই ১৯, জেডিএস ৩, এনসিপি ২, কেরালা কংগ্রেস(এম) ২, কেসি(বি) ১, কংগ্রেস(সেকুলার) ১, ইন্ডিয়ান ন্যাশনাল লিগ ১, আরএসপি(এল) ১ এবং নির্দলীয় ৪ বিধায়ক আছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের কাছে ৪২ জন বিধায়ক আছে। তাদের মধ্যে কংগ্রেস ২১, ইউনিয়ন মুসমিল লিগ ১৮, কেসি(জোসেফ) ২, কেরালা কংগ্রেস (জে), সিএমপি(জে) ১ সহ আরও দুই বিধায়ক রয়েছেন। সেখানে বিজেপির ১ এবং কেজি(এস)-এর বিধায়ক রয়েছেন। যদিও, বিধানসভায় ৪টি আসন রয়েছে খালি।