scorecardresearch
 

Debangshu Bhattacharya: 'সিঁড়ির তলায় BJP প্রার্থী এসেছেন,' VIDEO পোস্ট করে ওটা কী দেখালেন দেবাংশু!

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে ভিডিও পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য্য। তমলুকে তাঁর ভাড়া বাড়ির সিঁড়ির নিচে এদিন একটি সাপ আসে। সেটি দেখিয়েই দেবাংশু বলেন, 'তমলুকে আমার ভাড়া বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে এলেন বিজেপির প্রার্থী।'

Advertisement
সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট দেবাংশুর সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট দেবাংশুর
হাইলাইটস
  • প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে ভিডিও পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য্য। তমলুকে তাঁর ভাড়া বাড়ির সিঁড়ির নিচে এদিন একটি সাপ আসে।
  • সেটি দেখিয়েই দেবাংশু বলেন, 'তমলুকে আমার ভাড়া বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে এলেন বিজেপির প্রার্থী।'
  • ভিডিওতে দেবাংশু বলছেন, 'তমলুকে এখনও বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি। কিন্তু বিজেপির প্রার্থী আমাদের সিঁড়ির তলায় অলরেডি চলে এসেছেন।' 

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে ভিডিও পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য্য। তমলুকে তাঁর ভাড়া বাড়ির সিঁড়ির নিচে এদিন একটি সাপ আসে। সেটি দেখিয়েই দেবাংশু বলেন, 'তমলুকে আমার ভাড়া বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে এলেন বিজেপির প্রার্থী।'

ভিডিওতে দেবাংশু বলছেন, 'তমলুকে এখনও বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি। কিন্তু বিজেপির প্রার্থী আমাদের সিঁড়ির তলায় অলরেডি চলে এসেছেন।' 

এটুকি শুনেই যে কারও চমকে ওঠাটাই স্বাভাবিক। একজন বিজেপি প্রার্থী সিঁড়ির তলায় কেন আসবেন? 

আরও পড়ুন

এরপরেই দেবাংশু বলেন, 'দুঃখের বিষয় হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রবোড়া সাপ। আমরা তমলুকে যে বাড়িটা ভাড়া নিয়েছি, সেখানে আমরা সকালে উঠে দেখি সিঁড়ির তলায় একটা সাপ এসে উপস্থিত।'

এরপরেই ক্যামেরা সিঁড়ির নিচে তাক করা হয়। সেটা করতেই দেখা যায়, সিঁড়ির নিচে দড়ি-বস্তার পেছনে একটি বেশ বড়সড় সাপ। টর্চের আলো পড়তেই তাকে নড়াচড়া করতে দেখা গেল। এরপরেই বোঝা গেল, এতক্ষণ ধরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষই করছিলেন দেবাংশু। 

এরপর ফের দেবাংশুকে বলতে শোনা যায়, 'বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। কিন্তু আমরা আগেই জেনে গিয়েছিলাম বিজেপির প্রার্থী কে হবেন। আজ প্রার্থী স্বয়ং তাঁর প্রতিদ্বন্দীর সঙ্গে দেখা করতে চলে এসেছেন। আমাদের খুব ভাল লাগছে। আমরা বন দফতরে খবর দিয়েছি। বন দফতর এসে বিজেপি প্রার্থীকে নিয়ে চলে যাবে।'

শুক্রবার দেবাংশু তাঁর ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনেকেই ভিডিওতে হাহা রিঅ্যাক্ট দিয়েছেন। আবার অনেকে এভাবে ভিডিও বানানোর সমালোচনাও করেছেন। 

Advertisement