Abhishek at Brigade: বঞ্চনা ইস্যু থেকে শুরু করে, 'বিচারপতি'র বিজেপি যোগ- ১০ পয়েন্টে অভিষেকের 'জনগর্জন'
বঞ্চনা ইস্যু থেকে শুরু করে, 'বিচারপতি'র বিজেপি যোগ- ১০ পয়েন্টে অভিষেকের 'জনগর্জন'
ব্রিগেডের সভামঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় - কলকাতা,
- 10 Mar 2024,
- (Updated 10 Mar 2024, 2:51 PM IST)
হাইলাইটস
- রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে বিজেপি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ হানলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- বঞ্চনা ইস্যু থেকে শুরু করে, 'বিচারপতি'র যোগদান, সব বিষয়েই এদিন কেন্দ্রের তীব্র তুলোধনা করলেন অভিষেক।
- এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়-ই লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। আর ৪২ জন প্রার্থীর সঙ্গে ব়্যাম্পে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে বিজেপি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ হানলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঞ্চনা ইস্যু থেকে শুরু করে, 'বিচারপতি'র যোগদান, সব বিষয়েই এদিন কেন্দ্রের তীব্র তুলোধনা করলেন অভিষেক।
১০ পয়েন্টে এদিন অভিষেকের বক্তব্য,
- যে প্রস্তুতি হয়েছে, তাতে অন্য যে কোনও রাজনৈতিক দলের ৬ মাস সময় লেগে যেত। আমরা মাত্র ১২ দিনে সেটা করে দেখিয়েছি।
- কেউ বলছে, একে একে ছেড়ে চলে যাচ্ছে, ক’দিন পর তৃণমূল দলটাই থাকবে না। আমরা ঠিক করেছিলাম... এদের কাছে টাকা-পয়সা আছে, ইলেকশন কমিশন আছে, ইডি-সিবিআই আছে। তৃণমূলের কাছে মানুষ আছে। একটা প্রতিযোগিতা হোক। আগামীর রায় বাংলা-বিরোধীরা বিদায়।
- যে বাংলা বলতে পারে না, লিখতে পারে না, তার থেকে গ্যারান্টি নেবেন?
- ২০২১-এ বাংলার বিধানসভা নির্বাচন হয়েছিল। মে-এর ২ তারিখে ফল ঘোষণা হয়েছিল। সেই সময় থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোদীজি কতবার এসেছেন?
- বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছিল বিজেপি, ক্ষমা চেয়েছে? শিখ পুলিশ আধিকারিককে খালিস্তান বলে, মোদীজি তার জন্য ক্ষমা চেয়েছেন?
- আগে আমাদের দেশে কেউ যখন চুরি বা খুন করত তখন বিচারপতি তাঁদের জেলা পাঠাতেন। আর এখন মোদীজীর আমলে চোরেরা, খুনিরা বিচারপতিকে গলায় উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছে।
- শুধু বিজেপি নয়, সিপিএম, অধীর চৌধুরির নেতৃত্বাধীন বাংলার কংগ্রেস, ইডি, সিবিআই এদের সবার বিরুদ্ধে আমাদের লড়াই। কিন্তু আমাদের বিশ্বাস আমরা জিতব। কারণ মানুষের বিশ্বাস আমাদের সঙ্গে।
- মাননীয় প্রধানমন্ত্রী এসে বলেছেন, গত ৩ বছরে তিনি বাংলায় আবাস প্রকল্পে ৪২,০০০ কোটি টাকা পাঠিয়েছেন। ১৪ ডিসেম্বর ২০২২ তারিখে বাংলার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। নরেন্দ্র মোদীর সরকার যদি প্রমাণ করতে পারে গত ৩ বছরে বাংলার আবাস যোজনায় টাকা পাঠানো হয়েছে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।
- আমাদের যখন ৩৭ জন সাংসদ দিলেন, কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকলেও আমাদের কোনও টাকা আটকায়নি। কিন্তু আগের বার অর্ধেক বাংলা ওদের ১৮ জন সাংসদ দিল। তারপর থেকেই জল, রাস্তা, কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। ফলে এই কথা প্রতিষ্ঠিত যে বিজেপি ক্ষমতায় এলে আপনারা আপনাদের অধিকার হারাবেন।
উল্লেখ্য, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়-ই লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। আর ৪২ জন প্রার্থীর সঙ্গে ব়্যাম্পে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন