scorecardresearch
 

Adhir Chowdhury: বাংলায় কতগুলো আসন পাবে বাম-কংগ্রেস জোট? বিমানকে পাশে বসিয়ে উত্তর অধীরের

বাংলার ৪২ লোকসভা আসনের মধ্যে কতগুলো আসন পাবে বাং-কংগ্রেস জোট? উত্তর দিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।

Advertisement
Adhir Chowdhury  And Biman Bose Adhir Chowdhury And Biman Bose
হাইলাইটস
  • বাংলার ৪২ লোকসভা আসনের মধ্যে কতগুলো আসন পাবে বাং-কংগ্রেস জোট?
  • উত্তর দিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।

বাংলার ৪২ লোকসভা আসনের মধ্যে কতগুলো আসন পাবে বাং-কংগ্রেস জোট? উত্তর দিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। কলকাতা প্রেস ক্লাবে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে পাশে বসিয়ে অধীর জানান, বাম ও কংগ্রেস একসঙ্গে লড়ছে রাজ্যে। দুই দলই নিশ্চিত করার চেষ্টা করছে যাতে দুই দলের সমর্থকরা একে অপরকে ভোট দেয়। 

কতগুলো আসন পাবে বাম-কংগ্রেস জোট? অধীর চৌধুরী বলেন, 'বাংলায় এবার একটাও বুথ দখল করতে পারবে না তৃণমূল কংগ্রেস। সাংবাদিকরা অনেকেই জিজ্ঞেস করেছেন, আমরা কতগুলো আসন পাব? আমি আপনাদের বলছি যে, যতগুলো বেশি সিট পাওয়া যায়, সেই লক্ষ্যেই লড়ছি। আমরা মোদী বা দিদির মতো ভয় দেখানো রাজনীতি করি না। মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করি। যতগুলো বেশি সংখ্যক আসন পাওয়া সম্ভব, ততগুলো পাব। আমরা জয়ী হব বলেই লড়াই করছি। আর যে সব দল চোর, পুলিশ, সিবিআই, ইডি, সিআইডি-র উপর ভিত্তি করে ভোট লড়ছে তারা এসব সংখ্য়া নিয়ে বলতে পারবে।' 

অধীর আরও বলেন, 'আমি তো আগেই বলেছি আমার বিরুদ্ধে বহরমপুরে দিদিকে দাঁড়াতে। তিনি কেন দাঁড়ালেন না। কম সে কম এটা তো বলো যে, বহরমপুরে তৃণমূলের হার মানে দিদির হার। আমি তো আজও বলছি, য।দি আমি বহরমপুরে হেরে যাই তাহলে রাজনীতি করা ছেড়ে দেব। আর রাজনীতিমুখো হব না।' 

এদিকে বিমান বসু বলেন, 'বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থীদের ভোটে জয়যুক্ত করুন, এই আবেদন জানানো হয়েছে সাধারণ মানুষের কাছে। আমাদের মধ্যে আসন সমঝোতা হয়েছে এই রাজ্যে। অন্য রাজ্যে কংগ্রেসের সঙ্গে আমাদের সমীকরণ আলাদা। সেই সব রাজ্যের সঙ্গে আমাদের এই রাজ্যকে মেলালে চলবে না।' 

প্রসঙ্গত, বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাতে অধীরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে একাধিকবার।  কংগ্রেস সাংসদের অনুগামীদের সঙ্গে একপ্রস্ত ধস্তাধস্তিও হয়েছে তৃণমূলের লোকজনের। তা নিয়েও সরব হন অধীর। তিনি জানান, তাঁকে উত্যক্ত করার জন্য এসব করছে তৃণমূল কংগ্রেস। অধীরের কথায়, 'এগুলো তৃণমূলের কৌশল। তবে এসব করে লাভ হবে না। তৃণমূল আমাকে অপদস্থ করার চেষ্টা করছে। ভোট বাক্সে তার ফলাফল বোঝা যাবে।' 

Advertisement

Advertisement