scorecardresearch
 

Nandigram Protest: নন্দীগ্রামে খুন-ভাঙচুর-উত্তেজনা, 'বিজেপি শেষ দেখে ছাড়বে', হুঁশিয়ারি শুভেন্দুর

ভোটের ঠিক ৩ দিন আগে উত্তজেনা ছড়াল নন্দীগ্রামে। বিজেপির এক মহিলা সমর্থককে খুনের অভিযোগ ঘিরে নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতির অন্যতম পীঠস্থান। বুধবার রাতে বিজেপির এক মহিলা কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বাংলার শাসকদল। এই ঘটনায় সরব হয়েছেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছেন, 'শেষ দেখে ছাড়ব।'

Advertisement
নন্দীগ্রামে উত্তেজনা। নন্দীগ্রামে উত্তেজনা।
হাইলাইটস
  • নন্দীগ্রামে উত্তেজনা।
  • রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির।
  • সরব শুভেন্দু অধিকারী।

ভোটের ঠিক ৩ দিন আগে উত্তজেনা ছড়াল নন্দীগ্রামে। বিজেপির এক মহিলা সমর্থককে খুনের অভিযোগ ঘিরে নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতির অন্যতম পীঠস্থান। বুধবার রাতে বিজেপির এক মহিলা কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বাংলার শাসকদল। এই ঘটনায় সরব হয়েছেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছেন, 'বিজেপি শেষ দেখে ছাড়বে।' ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।

বিজেপি কর্মীকে খুনের অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম। রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মীদের। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মোতায়েন করা হয়েছে র‍্যাফ। 

এই ঘটনায় কাঁথির সভায় শুভেন্দু বলেন, 'গতরাতে এক মাকে কিছু জঙ্গি জেহাদি নন্দীগ্রামে নৃশংস খুন করেছে। বাংলার মতো ভোট হিংসা দেশে কোথাও হয় না। বিজেপি ৩০ আসন পেলে এবছরই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব।'

আরও পড়ুন

শুভেন্দুর পোস্ট়।
শুভেন্দুর পোস্ট।

এর আগে, এক্স হ্যান্ডলে শুভেন্দু লিখেছেন, 'সনাতনী শহীদ বীরাঙ্গনা রথীবালা আড়ি অমর রহে। গতকাল রাতে নন্দীগ্রামের সোনাচূড়ার মনসাবাজার এলাকায় বিজেপি কর্মীরা বুথ পাহারা দিচ্ছিলেন। সেইসময় ধারাল অস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূলী দুষ্কৃতীরা।৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। প্রাণ হারান রথীবালা আড়ি।গতকাল ভাইপো নন্দীগ্রামে যে উস্কানি দিয়ে গেছে তার প্রত্যক্ষ পরিণাম হচ্ছে এই রক্তপাত। পরাজয় নিশ্চিত বুঝে এই  বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে তৃণমূল। একজন মহিলা কে কুপিয়ে খুন করতে এই  জিহাদিদের হাত কাঁপে না !ভারতীয় জনতা পার্টি এর শেষ দেখে ছাড়বে, আইনত ভাবে প্রতিশোধ হবে ও গনতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়া হবে। নন্দীগ্রামের সংগ্রামী ভূমিতে যে ঝরিয়েছে রক্ত, ইতিহাসের পাতায় বিলীন হয়েছে পেয়ে জবাব উপযুক্ত।রথীবালা আড়ি কে জানাই প্রণাম ও শ্রদ্ধা।' (বানান অপরিবর্তিত)। 

Advertisement

বিজেপির দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতেই হামলা হয়েছে। সম্প্রতি অভিষেক প্রচারে গিয়ে বলেছিলেন, 'বিজেপি যদি ১-২ দিন আগে বাড়িতে গিয়ে ধমকায়, মায়েরা হাতে খুন্তি-বঁটি নিয়ে তাড়া করবেন।'

অন্য দিকে, তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেছেন, 'কেন এই ঘটনা ঘটল, তদন্ত করা হোক। তৃণমূলের গায়ে কালি লাগানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনাকে সামনে রেখে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। বিজেপির আদি-নব্যের দ্বন্দ্বের কারণে খুন।'

Advertisement