Arjun Singh: দ্বিতীয় বিয়ের কথা গোপন করেছেন BJP-র অর্জুন? হলফনামা বাতিলের দাবি TMC-র

Arjun Singh: দ্বিতীয় বিয়ের কথা হলফনামায় 'গোপন' করেছেন অর্জুন সিং, দাবি তৃণমূলের। শুক্রবার নির্বাচন কমিশনের কাছে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা লোকসভার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জানাল TMC। অসম্পূর্ণ তথ্য প্রদানের অভিযোগে নির্বাচন কমিশনের কাছে হলফনামা বাতিলেরও দাবি তুলেছে ঘাসফুল শিবির।

Advertisement
দ্বিতীয় বিয়ের কথা গোপন করেছেন BJP-র অর্জুন? হলফনামা বাতিলের দাবি TMC-রArjun Singh marriage

Arjun Singh: দ্বিতীয় বিয়ের কথা হলফনামায় 'গোপন' করেছেন অর্জুন সিং, দাবি তৃণমূলের। শুক্রবার নির্বাচন কমিশনের কাছে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা লোকসভার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জানাল TMC। অসম্পূর্ণ তথ্য প্রদানের অভিযোগে নির্বাচন কমিশনের কাছে হলফনামা বাতিলেরও দাবি তুলেছে ঘাসফুল শিবির।

ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের দাবি, 'উনি কেন দ্বিতীয় স্ত্রী অস্তিত্ব গোপন করেছেন, সেটা আমরা জানতে চাই। BJP প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছি আমরা।' পুরো বিষয়টাই যদিও গুরুত্ব দিচ্ছেন না অর্জুন সিং। 'মিথ্যা অভিযোগ,' দাবি তাঁর।

তৃণমূলের দাবি
তৃণমূল কংগ্রেসের দাবি, অর্জুন সিংয়ের দুইবার বিয়ে। ২০১৯-এর নির্বাচনী  হলফনামায় দ্বিতীয় বিয়ের উল্লেখ করেননি অর্জুন সিং, দাবি তৃণমূলের। TMC-র দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভানেত্রী কেয়া দাসের কথায়, 'এই বারের দেওয়া তথ্যে শুধুমাত্র দ্বিতীয় পক্ষের ছেলের নাম উল্লেখ করেছেন তিনি।'

তাঁর দাবি, আইন মেনেই অভিযোগ জানানো হয়েছে। কেয়া দাসের ব্যাখা, 'হিন্দু বিবাহ আইনে প্রথম স্ত্রী থাকতেও দ্বিতীয় বিয়ে আইনি নয়। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে নির্যাতন করা হয়েছে। উনি আমাদের সঙ্গে যোগাযোগও করেছিলেন।'

অর্জুন কী বলছেন?
পুরো বিষয়টাকেই সেভাবে আমল দিচ্ছেন না ব্যারাকপুরের বিদায়ী সাংসদ। তাঁর কথায়, 'সস্তার রাজনীতি করছেন ওঁরা। কিছু না পেয়ে মিথ্যা অভিযোগ করছেন।'

উল্লেখ্য, গত মার্চে তৃণমূল থেকে বিজেপি-তে যোগদান করেন অর্জুন সিং। লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীতালিকায় ঠাঁই না পাওয়ার পরেই অসন্তোষ উগরে দেন তিনি। এরপর থেকেই তাঁর বিজেপিতে ফেরা নিয়ে জল্পনা চলছিল। এরপর ১৪ মার্চ বিজেপিতে ফেরেন অর্জুন। তারপর টিকিট নিয়ে বিজেপি প্রার্থীও হন অর্জুন সিং।
 

POST A COMMENT
Advertisement