scorecardresearch
 

Odisha Exit Poll: ওডিশায় বিধানসভা ভোটেও 'কাঁটে কা টক্কর', নবীনকে চাপে ফেলছেন বন্ধু মোদী?

ওডিশায় লোকসভার সঙ্গে বিধানসভার ভোটগ্রহণ হয়েছে। ২০১৯ সালে বিজেডি একাই পেয়েছিল ১১২টি আসন। মোটে ২৩টি আসন পেয়েছিল বিজেপি। কিন্তু এবার একেবারে অন্য ছবি। ২৫ বছর পর সরকার বদলের ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা। দুই দলের মধ্যেই হতে চলেছে কড়া টক্কর। 

Advertisement
ওডিশার বুথ ফেরত সমীক্ষা ওডিশার বুথ ফেরত সমীক্ষা
হাইলাইটস
  • ডিশায় ১৪৭টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৬২-৮০ আসন।
  • ৬২-৮০ আসন পেতে পারে নবীন পট্টনায়েকের বিজেডি।

ওডিশায় কি নবীন-যুগের ইতি ঘটতে চলেছে? ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে, দুই দলই সমান সমান আসন পেতে পারে। সেক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নিতে পারে কংগ্রেস। কংগ্রেসের আসনপ্রাপ্তির উপর নির্ভর করছে ওডিশায় কে সরকার গঠন করবে? 

ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা  অনুযায়ী, ওডিশায় ১৪৭টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৬২-৮০ আসন। ৬২-৮০ আসন পেতে পারে নবীন পট্টনায়েকের বিজেডি। কংগ্রেস পেতে পারে ৫-৮টি আসন। 

ওডিশায় কার কত আসন?
ওডিশায় কার কত আসন?

ওডিশায় বিজেপির ভোটের হারও বাড়ছে। বলা যেতে ভোটের হারে দুই দলই পরস্পরকে টক্কর দিচ্ছে। ৪২ শতাংশ করে ভোট পেতে পারে দুই দল। কংগ্রেসের ভোটের হার ১২ শতাংশ। অন্যান্য ৪ শতাংশ। 

আরও পড়ুন

ওডিশায় কার কত ভোটের হার?
ওডিশায় কার কত ভোটের হার?

ওডিশায় লোকসভার সঙ্গে বিধানসভার ভোটগ্রহণ হয়েছে। ২০১৯ সালে বিজেডি একাই পেয়েছিল ১১২টি আসন। মোটে ২৩টি আসন পেয়েছিল বিজেপি। কিন্তু এবার একেবারে অন্য ছবি। ২৫ বছর পর সরকার বদলের ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা। দুই দলের মধ্যেই হতে চলেছে কড়া টক্কর। 

ভোটের আগে ওডিশায় বিজেপি ও বিজেডির জোটের কথা চলছিল। সূত্রের খবর, নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু নবীন পট্টনায়েক। সেই বন্ধুত্বের সৌজন্যে জোট করতে সম্মত হয়েছিলেন দুই নেতা। যদিও বিজেপির রাজ্য নেতৃত্বের তাতে সায় হয়নি। শেষপর্যন্ত জোট হয়নি। ভোটের প্রচারে নবীনকে তীব্র আক্রমণ শানান নরেন্দ্র মোদী। তাঁর অসুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি নবীনের ঘনিষ্ঠ সহযোগী তথা প্রাক্তন সরকারি আমলা ভিকে পান্ডিয়ানকেও নিশানা করে বিজেপি। পান্ডিয়ান জন্মসূত্রে তামিল। ওডিশার অস্মিতা নিয়ে প্রশ্ন তোলে গেরুয়া শিবির। 

Advertisement

Advertisement