'বাংলা আজ হিন্দুবিহীন করার ষড়যন্ত্রের শিকার হচ্ছে,' মুর্শিদাবাদে গুরুতর দাবি যোগীর'বাংলাকে আজ হিন্দুবিহীন করার ষড়যন্ত্র চলছে', বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল সাহার সমর্থনে প্রচারে এসে একথা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি রামনবমীর অশান্তির ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন। অশান্তির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয় না বলেও অভিযোগ করেন যোগী।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, 'আমি সংস্কৃতি, সভ্যতা ও সংস্কারের পুন্যভূমি বাংলাকে কোটি কোটি প্রমাণ জানাচ্ছি। যে বাংলা ভারতকে নবজাগরণের পথ দেখিয়েছিল, সেই বাংলায় পিছিয়ে কেন? তবে বাংলা আজ উন্নয়ন থেকে দূরে চলে গিয়েছে। আজ উত্তরপ্রদেশে মেয়েরা, ব্যবসায়ীরা সুরক্ষিত, কেউ শান্তি নষ্ট করতে পারে না, দাঙ্গা করতে পারে না। বাংলা আজ উন্নয়ন থেকে বঞ্চিত। যে বাংলায় জাতীয় সঙ্গীত রচিত হয়েছে, সেই বাংলাকে আজ হিন্দুবিহীন করার ষড়যন্ত্র চলছে। আপনাদের ডেমোগ্রাফি বদলানোর চেষ্টা চলছে। বাংলায় অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে হিন্দু জনসংখ্যা কমানোর জন্য।'
এরপরেই তিনি বলেন, 'দিল্লিতে কংগ্রেস ও তৃণমূলের জোট, এরা মিলে মোদীজির সব উন্নয়নের কাজে বাধা দিচ্ছে। আজ উত্তরপ্রদেশ দাঙ্গাবিহীন। মহান কবি বাংলায় রামায়ণ লিখেছেন, রামকে ছাড়া কোনও কাজ হয় না। রাম নামে জাগি, রামনামে শুতে যায়। অন্তিমযাত্রাতেও 'রাম নাম সত্য হে বলি'। উত্তরপ্রদেশে মা দুর্গার পুজো হয়, ওখানেও বড় বড় প্যান্ডেল হয়। ওখানে কোনও সমস্যা হয় না। এদিকে, রামনবমীর সময় বাংলায় দাঙ্গা হয় কেন? কেন সরকার ব্যবস্থা নেয় না। বাংলাকে দাঙ্গার আগুনে ছুঁড়ে ফেলার চেষ্টা হচ্ছে। বাংলায় আজ ষড়যন্ত্র হচ্ছে। দিল্লিতে কংগ্রেস ও তৃণমূল একই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যে ষড়যন্ত্র ওরা করছে বাংলার হিন্দুদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশে দাঙ্গা হলে দাঙ্গাকারীদের উল্টো করে ঝুলিয়ে ঠিক করে দিতাম। সাত পুরুষ দাঙ্গার কথা ভুলে যেত। যদি সোনার বাংলা চান, তাহলে মোদীর সরকার নিয়ে আসুন আবার।'