'লুঙ্গিবাহিনী পাগলু ড্যান্স করেছে', কেশপুরে পুনর্নির্বাচন চাইলেন হিরণঘাটালে ভোট নিয়ে অভিযোগের পর অভিযোগ করলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কেশপুরে তিনি আবারও নির্বাচনের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভোট নিয়ে তৃণমূল প্রার্থী দেবকেও খোঁচা দিয়েছেন তিনি। বলেছেন, আজ ভোট হয়নি, পাগলু ডান্স হয়েছে। বিজেপি প্রার্থী বলেন, ভোট কোথায় হল। এখানে তো পাগলু ডান্স হয়েছে। আগুন জ্বালিয়ে লাঠি নিয়ে পাগলুরা ডান্স করেছে।
সকাল থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ভোট নিয়ে নানা অভিযোগ জানান হিরণ। তাঁর নিশানায় ছিলেন দেব। এছাড়াও হিরণ দাবি করেন, তাঁকে হারানোর জন্য তৃণমূল, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিকল্পনা করেছে। হিরণকে ঘিরে নানা জায়গায় বিক্ষোভও হয়েছে। কেশপুরে গিয়ে দীর্ঘক্ষণ আটকে ছিলেন তিনি। রাস্তায় অবরোধ করে আগুন জ্বালিয়ে বিজেপি প্রার্থী হিরণের গাড়ি রোখে তৃণমূল। গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। এমনকী গাড়ির সামনে শুয়ে পড়েন অনেকে।
ভোটের প্রায় শেষ দিকে হিরণ বলেন, 'একটা নির্বাচনে লড়াই হচ্ছে। এটা কি পাকিস্তান, নাকি আফগানিস্তান, কেশপুরটা কোথাকার? এটা পশ্চিমবঙ্গ বলে কি মনে হচ্ছে? মনে হচ্ছে এটা ক্ষুদিরাম বসুর জন্মভূমি?'
রাতে বিজেপি কর্মী ও সমর্থকদের বাড়ি ভাঙচুরের আশঙ্কাও করেন হিরণ। বলেন, 'মনে হচ্ছে ভাঙচুর করবে আমাদের কর্মীদের বাড়ি। শনিবার রাতে তো ভাঙচুর করেছে মণ্ডল সভাপতিদের বাড়ি। এ ভাবে ভোট না করতে পারলে জেতার কোনও সম্ভাবনা নেই, ওরা সেটা জানে। ৮৫ শতাংশ ভোট পড়লে মোটের উপর বোঝা যাবে যে, ভোট ঠিকঠাক হয়েছে কেশপুরে। আমরা পুনর্নির্বাচন করার জন্য আবেদন করব। কারণ আমাকে কেশপুরে যেতেই দেওয়া হল না। তার আগেই আটকে দিল। এখানে নির্বাচন হয়নি। আজ পাগলু ডান্স করেছে। ভোটের নামে এখানে পাগলু ড্যান্স হয়েছে। লুঙ্গি তুলে হাতে বাঁশ নিয়ে পাগলু ড্যান্স করছে আগুন জ্বালিয়ে, সেটা আপনারা দেখেছেন। লুঙ্গিবাহিনী এটা করেছে। লুঙ্গিবাহিনী পাগলু ড্যান্স করেছে, ওরা দেশকে ভালবাসে না।'