scorecardresearch
 

BJP-TMC Clash: যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার পথে BJP কর্মীদের উপর হামলার অভিযোগ

যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার পথে হামলার অভিযোগ বিজেপির। মঙ্গলবার দুর্গাপুরে, যোগীর সমাবেশ থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের বাসে হামলা করা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের কথায়, দুর্গাপুরের DVC মোড়ের কাছে ঘটনাটি ঘটে। হঠাৎ তাঁদের বাস লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়।

Advertisement
যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার পথে হামলার অভিযোগ যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার পথে হামলার অভিযোগ
হাইলাইটস
  • যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার পথে হামলার অভিযোগ বিজেপির। মঙ্গলবার দুর্গাপুরে, যোগীর সমাবেশ থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের বাসে হামলা করা হয় বলে অভিযোগ।
  • বিজেপি কর্মীদের কথায়, দুর্গাপুরের DVC মোড়ের কাছে ঘটনাটি ঘটে। হঠাৎ তাঁদের বাস লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়।
  • বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক শ্রীদাম মণ্ডল তাতে আহত হন। এরপর পাল্টা বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা।

যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার পথে হামলার অভিযোগ বিজেপির। মঙ্গলবার দুর্গাপুরে, যোগীর সমাবেশ থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের বাসে হামলা করা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের কথায়, দুর্গাপুরের DVC মোড়ের কাছে ঘটনাটি ঘটে। হঠাৎ তাঁদের বাস লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক শ্রীদাম মণ্ডল তাতে আহত হন। এরপর পাল্টা বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা।

গেরুয়া শিবিরের অভিযোগ, 'তৃণমূল কর্মীরা'ই তাঁদের বাস লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। তবে তৃণমূল বিজেপির এই দাবি অস্বীকার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার আসানসোলের ডিভিসি মোড়ে চরম অশান্তির সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপির আসানসোল শাখার জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, মঙ্গলবার ভোট প্রচারে বাংলায় আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল সাহার সমর্থনে প্রচারে যান। তিনি বলেন, 'বাংলাকে আজ হিন্দুবিহীন করার ষড়যন্ত্র চলছে'। রামনবমীর অশান্তির ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন। অশান্তির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয় না বলেও অভিযোগ করেন যোগী।

তিনি বলেন, 'উত্তরপ্রদেশে মা দুর্গার পুজো হয়, ওখানেও বড় বড় প্যান্ডেল হয়। ওখানে কোনও সমস্যা হয় না। এদিকে, রামনবমীর সময় বাংলায় দাঙ্গা হয় কেন? কেন সরকার ব্যবস্থা নেয় না। বাংলাকে দাঙ্গার আগুনে ছুঁড়ে ফেলার চেষ্টা হচ্ছে। বাংলায় আজ ষড়যন্ত্র হচ্ছে। দিল্লিতে কংগ্রেস ও তৃণমূল একই ষড়যন্ত্র করছে।'

আরও পড়ুন

Advertisement