scorecardresearch
 

Arvind Kejriwal: 'পরের টার্গেট মমতা ও পিনারাই বিজয়ন,' বড় দাবি করলেন কেজরিওয়াল

তিনি পদত্যাগ করলেই বিজেপির পরের টার্গেট হবে মমতা বন্দ্যোপাধ্যায় ও পিনারাই বিজয়নের সরকার। শুক্রবার এমনই দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বাখ্যা, ঠিক এই কারণেই তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন না। তিনি পদ ছাড়লেই বিজেপি এরপর পশ্চিমবঙ্গ ও কেরলে, যেখানে যেখানে নির্বাচনে হেরেছে, সেখানেই সরকার ফেলার চক্রান্ত করবে।

Advertisement
'BJP-র পরের টার্গেট মমতা ও বিজয়নের সরকার ফেলা,' গ্রেফতারি নিয়ে বিস্ফোরক কেজরিওয়াল। 'BJP-র পরের টার্গেট মমতা ও বিজয়নের সরকার ফেলা,' গ্রেফতারি নিয়ে বিস্ফোরক কেজরিওয়াল।
হাইলাইটস
  • তিনি পদত্যাগ করলেই বিজেপির পরবর্তী টার্গেট হবে মমতা বন্দ্যোপাধ্যায় ও পিনারাই বিজয়নের সরকার।
  • শুক্রবার এমনই দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
  • তাঁর বাখ্যা, ঠিক এই কারণেই তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন না।

তিনি পদত্যাগ করলেই বিজেপির পরের টার্গেট হবে মমতা বন্দ্যোপাধ্যায় ও পিনারাই বিজয়নের সরকার। শুক্রবার এমনই দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বাখ্যা, ঠিক এই কারণেই তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন না। তিনি পদ ছাড়লেই বিজেপি এরপর পশ্চিমবঙ্গ ও কেরলে, যেখানে যেখানে নির্বাচনে হেরেছে, সেখানেই সরকার ফেলার চক্রান্ত করবে। 

বিজেপিকে কটাক্ষ করে, দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, অ-বিজেপি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে চক্রান্ত করা হতে পারে। এবং তার মাধ্যমে সরকারগুলি ফেলার চেষ্টা করা হবে।

'আমি যদি আজ পদত্যাগ করি, তাহলে ওরা কালই মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়নের সরকারগুলির পতন ঘটাবে। যেখানেই বিজেপি হেরেছে, সেখানেই মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হতে পারে এবং তাদের সরকার ফেলার চেষ্টা করা হবে। এই লড়াইটা আমাদের করতে হবে,' সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন কেজরিওয়াল।

আরও পড়ুন

তিনি আরও বলেন, তিনি জেলই থেকে AAP সরকার চালাবেন এবং আদালতের কাছে তাঁকে জেল থেকে সরকার চালানোর জন্য বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার অনুমতি দিতে বলবেন।

কেজরিওয়ালের দাবি, আম আদমি পার্টির বিপুল উত্থানের কারণেই বিজেপিকে তাঁকে টার্গেট করছে। 'অনেকেই যাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, তাঁদের মধ্যে কেউ কেউ আমাদের বন্ধুও, তাঁরা আমাদের বলেন যে, প্রধানমন্ত্রী খুব AAP নিয়ে আলোচনা করেন। তিনি বলেছেন যে ভবিষ্যতে, AAP তাদের জাতীয় স্তরে এবং অনেক রাজ্যে চ্যালেঞ্জ করতে পারে,' বলেন কেজরিওয়াল। দিল্লিতে AAP যে ভাল কাজ করেছে, তার কারণেই বিজেপি চাপে রয়েছে।

কেজরিওয়াল বলেন, 'দেশ খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।' বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, 'ধীরে ধীরে দেশ একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছে। ওরা প্রথমে হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে, তারপর আমাকে। আমাকে গ্রেফতার করে, ওরা দেশের জনগণকে একটি বার্তা দিচ্ছে: যদি ওরা কেজরিওয়ালকে মিথ্যা মামলায় গ্রেফতার করতে পারে, তবে তারা যে কাউকেই গ্রেফতার করতে পারে, ' বলেন তিনি।

উদ্বেগ প্রকাশ করে কেজরিওয়াল বলেন, 'কেন্দ্রীয় সরকার বিরোধী নেতাদের ভয় দেখানো এবং সমালোচকদের নীরব করার হাতিয়ার হিসাবে গ্রেফতারিকে ব্যবহার করছে।'

Advertisement

Advertisement