Bolpur Election Results: AITC-র Asit Kumar Mal এগিয়ে গেলেন, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 323763 ভোটে এগিয়ে গেলেন, জানুন তাজা আপডেট
Posted by :- Bangla Aajtak
Bolpur আসনের নির্বাচনী লড়াইয়ে AITC প্রার্থী Asit Kumar Mal এগিয়ে চলেছেন। ভোটাররা ওঁর উপর ভরসা রেখেছেন এবং উনি এখনও পর্যন্ত মোট 841833 ভোট পেয়েছেন। সেখানে, BJP প্রার্থী Piya Saha দ্বিতীয় স্থানে রয়েছেন। Piya Saha এখনও পর্যন্ত 518070 ভোট পেয়েছেন৷ এবার দেখার বিষয়, BJP প্রার্থী এই ব্যবধান কমাতে পারেন কিনা।