scorecardresearch
 

Yogi Adityanath: 'ওরা চায় সংখ্যালঘুদের গোমাংস খাওয়ার অধিকার দিতে চায়,' কংগ্রেসকে নিশানায় যোগীর মুখে রোহিঙ্গা, বাংলাদেশিও

মোরাদাবাদের বিলারিতে নির্বাচনী জনসভায় সম্পত্তি কর ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ করেন যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী মনরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে যোগী বলেন, কংগ্রেসের লক্ষ্য আসলে স্ত্রী ধন কেড়ে নিয়ে রোহিঙ্গা ও বাংলাদেশিদের মধ্যে ভাগ করে দেওয়া। তার মানে কারও বাড়িতে ৪টি ঘর থাকে, দুটি ঘর তাদের থেকে কেড়ে নেওয়া হবে।

Advertisement
Yogi Adityanath Yogi Adityanath
হাইলাইটস
  • ওরা চায় গরুকে কষাইদের হাতে তুলে দিতে: কংগ্রেস
  • মহিলাদের গয়নাও নিয়ে নেওয়া হবে: যোগী আদিত্যনাথ
  • কংগ্রেসকে নিশানা যোগী আদিত্যনাথের

এবার গোমাংসের প্রসঙ্গ তুলে কংগ্রেসকে বিঁধলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এমনকী কংগ্রেস ক্ষমতায় এলে দেশের মহিলাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রোহিঙ্গা ও বাংলাদেশিদের দিয়ে দেবে বলেও দাবি যোগী আদিত্যনাথের। 

ওরা চায় গরুকে কষাইদের হাতে তুলে দিতে: কংগ্রেস

আদিত্যনাথের কথায়, 'গোমাংস খাওয়াকে অধিকার করার প্রতিশ্রুতি দিচ্ছে কংগ্রেস। যেখানে আমরা বলি, গরু মাতা। ওরা চায় গরুকে কষাইদের হাতে তুলে দিতে। ভারত কি এটা মেনে নেবে? ওরা (কংগ্রেস) বলছে, ওরা চায় সংখ্যালঘুদের যা ইচ্ছে খাওয়ার স্বাধীনতা। তার মানে ওরা বলতে চাইছে, গরু জবাই করায় ছাড়পত্র দেওয়ার কথা।'

মহিলাদের গয়নাও নিয়ে নেওয়া হবে: যোগী আদিত্যনাথ

মোরাদাবাদের বিলারিতে নির্বাচনী জনসভায় সম্পত্তি কর ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ করেন যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী মনরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে যোগী বলেন, কংগ্রেসের লক্ষ্য আসলে স্ত্রী ধন কেড়ে নিয়ে রোহিঙ্গা ও বাংলাদেশিদের মধ্যে ভাগ করে দেওয়া। তার মানে কারও বাড়িতে ৪টি ঘর থাকে, দুটি ঘর তাদের থেকে কেড়ে নেওয়া হবে। শুধু তা-ই নয়, মহিলাদের গয়নাও নিয়ে নেওয়া হবে। এই ধরনের চেষ্টা ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ইউপিএ সরকার করেছে। যোগীর কথায়, 'তারা কর্ণাটকে এসসি, এসটি এবং ওবিসিদের প্রদত্ত সংরক্ষণের মধ্যে মুসলমানদের একটি কোটা দেওয়ার চেষ্টা করেছিল।'

কংগ্রেসকে নিশানা যোগী আদিত্যনাথের

তিনি সাচার কমিটির সুপারিশের কথা উল্লেখ করেন এবং বলেন, কংগ্রেস এসসি, এসটি এবং ওবিসিদের জন্য কোটার মধ্যে তাদের ছয় শতাংশ সংরক্ষণ দিয়ে এটি বাস্তবায়ন করতে চেয়েছিল। কংগ্রেসকে দ্বৈত মানের অভিযোগ করে তিনি দাবি করেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, দেশের সম্পদের প্রথম অধিকার মুসলমানদের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, কংগ্রেস দেশকে আরও বিভক্ত করার ষড়যন্ত্র করছে।  যখন তাদের সরকার ছিল, তারা ভগবান রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করত। কিন্তু দেবতা সবার জন্য। এটি তাদের দ্বৈত মানদণ্ডের উদাহরণ," তিনি বলেছিলেন। আদিত্যনাথ বলেন, যারা 'ভারত মাতা কি জয়' এবং 'বন্দে মাতরম' স্লোগান দিতে দ্বিধা করেন তাদের ভোট পাওয়া উচিত নয়।

Advertisement

Advertisement