scorecardresearch
 

Dilip Ghosh On Lok Sabha Election: লোকসভায় টিকিট পাচ্ছেন? BJP-র দ্বিতীয় প্রার্থী তালিকা নিয়ে মুখ খুললেন দিলীপ

লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। গত শনিবার প্রথম দফায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। সেখানে বাংলারও ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় দলের এরাজ্যের বর্তমান সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীদের প্রায় সকলেরই নাম রয়েছে। অথচ প্রকাশিত প্রথম তালিকায় বিজেপির মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের নাম নেই। যা নিয়ে অপার কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এই নিয়ে এবার মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

Advertisement
BJP-র দ্বিতীয় তালিকায় টিকিট পাবেন? জবাব দিলেন দিলীপ ঘোষ BJP-র দ্বিতীয় তালিকায় টিকিট পাবেন? জবাব দিলেন দিলীপ ঘোষ

লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছে  ভারতীয় জনতা পার্টি। গত  শনিবার প্রথম দফায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। সেখানে বাংলারও ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় দলের এরাজ্যের বর্তমান সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীদের প্রায় সকলেরই নাম রয়েছে। অথচ প্রকাশিত প্রথম তালিকায় বিজেপির মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের নাম নেই। যা নিয়ে অপার কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এই নিয়ে এবার মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। 

দিলীপ ঘোষ টিকিট পাবেন?
এরাজ্যে এখনও পর্যন্ত বিজেপির সবচেয়ে সফল রাজ্য সভাপতি বলা যায় দিলীপ ঘোষকে। তার নেতৃত্বেই গত লোকসভা ভোটে ভাল ফল করেছিল গেরুয়া শিবির।  সেই দিলীপ ঘোষের নাম এখনও দেখা যায়নি বিজেপির প্রথম তালিকায়। তবে এবারের ভোটে কোন কেন্দ্র থেকে লড়তে চলেছেন, এই প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ জানান, ‘‘কোথা থেকে দাঁড়াব সেটা আমার উপর নির্ভর করে না। পার্টির উপর নির্ভর করে। আমি তো ভোটে লড়তে আসিনি। পদ নিতে আসিনি। আমি সংগঠন করতে এসেছিলাম। দল যখন যে কাজ আমাকে দিয়েছে, আমি নিষ্ঠার সঙ্গে করেছি। অন্য দল তো এখনও লিস্ট দেয়নি। আমার দল তো তবু প্রথম লিস্ট দিয়েছে। আমি নিজে মেদিনীপুরের কাজ করেছি। সেখানকার মানুষের সঙ্গে যুক্ত আছি। আমি দেড় বছর ধরে মেদিনীপুরে পরে আছি। বিশেষত আমাকে সংগঠন এর পদ থেকে বাদ দেয়ার পর ওখানেই আছি। কালকে যদি ভোট হয় আমরা ওখানে লড়ব এবং জিতব।মানুষ আমাকে বিশ্বাস করেছেন। কারণ আমি ওদের সঙ্গে থেকেছি। ’’

দিলীপ ঘোষের আসন বদল বতে পারে?
 দিলিপ ঘোষের  গড় মেদিনীপুর বলাই যায়। সাংসদ হওয়ার আগেই খড়গপুর থেকে বিধায়কও হয়েছিলেন দিলীপ ঘোষ। এখান থেকেই লড়ে দ্বিতীয়বারের জন্য সাংসদ হতে চান বিজেপি নেতা দিলীপ ঘোষ, তাঁর কথাতে এটাও স্পষ্ট। যদি কেন্দ্র বদল বয়ে দমদম থেকে লড়তে হয়? এই প্রশ্নের জবাবে মেদিনীপুরের বর্তমান সাংসদ বলেন, ‘‘আমি তো কোনদিন চয়েজ করিনি। আমাকে পার্টি চয়েজ করেছিল। পার্টি ভাবছে কোথায় কাকে দেবে? বহু সিট আছে। গতবারের সঙ্গে আরও দশটা সিট জেতার মতো জায়গায় আছে। জানা যাচ্ছে দু-একদিনের মধ্যে সেকেন্ড লিস্ট আসতে পারে। দিল্লিতে প্রসেস চলছে।’’ 
 

আরও পড়ুন

Advertisement

Advertisement