scorecardresearch
 

Dilip Ghosh Income: দামি ফ্ল্যাট-জমি, কোটিপতি BJP-র দিলীপ ঘোষ, মোট সম্পত্তি কত?

সম্প্রতি নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন দিলীপ। সেই হলফনামা অনুযায়ী, দিলীপের সম্পত্তির পরিমাণ এবং আয়ের অঙ্ক দেখলে চমকে যাবেন। জেনে নিন, বিজেপি নেতার সম্পত্তির পরিমাণ কত? 

Advertisement
বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
হাইলাইটস
  • বাংলায় বিজেপির উত্থানের নেপথ্যে দিলীপের বড় ভূমিকা রয়েছে।
  • বর্ধমান-দুর্গাপুর দখলের লড়াইয়ে নেমেছেন বিজেপির এই দাপুটে নেতা। 
  • সম্প্রতি নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন দিলীপ।

বিতর্ক তাঁর সঙ্গী। 'গরুর দুধে সোনা' থেকে 'রগড়ে দেব', তাঁর একাধিক মন্তব্য ঝড় তুলেছে বঙ্গ রাজনীতিতে। তবে তিনি দমে যাওয়ার পাত্র নন। বৈশাখের তীব্র দহনের মধ্যে এবার ভোটপ্রচারেও তাঁর গরমাগরম ভাষণ অনেক সময়ই অস্বস্তিতে ফেলেছে বিজেপি শিবিরে। তবে তিনি আছেন তাঁর মতো করেই। তিনি দিলীপ ঘোষ। এবার তাঁর কেন্দ্র বদল হয়েছে। মেদিনীপুর থেকে সরে এবার বর্ধমান-দুর্গাপুর দখলের লড়াইয়ে নেমেছেন বিজেপির এই দাপুটে নেতা। 

অনেকেই মনে করেন, বাংলায় বিজেপির উত্থানের নেপথ্যে দিলীপের বড় ভূমিকা রয়েছে। বিজেপির রাজ্য সভাপতি ছিলেন তিনি। বিশেষ করে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফল দেখলেই তার আন্দাজ পাওয়া যায়। সেবার নির্বাচনে প্রথমবার বাংলায় ১৮টি আসনে জিতেছিল বিজেপি। তারপর থেকে ধীরে ধীরে বঙ্গভূমিতে শক্তি বাড়িয়েছে পদ্মশিবির। সেই দিলীপ এবারও ভোটে লড়ছেন। 

সম্প্রতি নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন দিলীপ। সেই হলফনামা অনুযায়ী, দিলীপের সম্পত্তির পরিমাণ এবং আয়ের অঙ্ক দেখলে চমকে যাবেন। জেনে নিন, বিজেপি নেতার সম্পত্তির পরিমাণ কত? 

আরও পড়ুন

দিলীপের কত সম্পত্তি? 

* নির্বাচন কমিশনের হলফনামা অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে দিলীপের আয় ছিল ৭ লক্ষ ৭২ হাজার ২৩০ টাকা। 

* ২০২১-২২ অর্থবর্ষে দিলীপের আয় বেড়ে হয় ১৩ লক্ষ ৫০ হাজার ৮৬০ টাকা। 

* ২০২২-২৩ অর্থবর্ষে দিলীপের আয়ের অঙ্ক কমেছে, ৯ লক্ষ ৩৩ হাজার ৯৫০ টাকা। 

* দিলীপের মোট জমি রয়েছে ১.৮৮ একর। যার বর্তমান বাজারমূল্য ৪০ লক্ষ টাকা। 

* কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায় দিলীপের একটি ফ্ল্যাট রয়েছে। ওই ফ্ল্যাটটির দাম ৯৯ লক্ষ টাকা। একটি বাড়ি রয়েছে ৮০০ বর্গফুটের। যার বাজারমূল্য ৩ লক্ষ টাকা। 

* দিলীপের গৃহঋণ রয়েছে, যার অঙ্ক ৫০ লক্ষ টাকা। 

Advertisement

*দিলীপের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪০ লক্ষ ৪৫ হাজার ৫৮৯ টাকা। 

* স্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৪২ লক্ষ টাকার। 

* দিলীপের হাতে রয়েছে নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা। 

* দিলীপের কোনও গাড়ি, দামি গয়না নেই। জীবনবিমা রয়েছে। 


 

Advertisement