EC Advice to West Bengal Governor: ভোটের দিন রাজ্যপাল বোসকে কোচবিহারে যেতে না নির্বাচন কমিশনের

লোকসভা ভোটের দিন কোচবিহারে যেতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বারণ করল নির্বাচন কমিশন। ১৯ এপ্রিল শুক্রবার প্রথম দফার লোকসভা ভোট। সেদিন ভোটগ্রহণ চলবে কোচবিহারে। ১৮-১৯ এপ্রিল কোচবিহারে যাওয়ার কথা রাজ্যপালের। তার আগেই সেখানে রাজ্যপালকে না-যেতে পরামর্শ দিল কমিশন। 

Advertisement
ভোটের দিন রাজ্যপাল বোসকে কোচবিহারে যেতে না নির্বাচন কমিশনেররাজ্যপাল সিভি আনন্দ বোস।
হাইলাইটস
  • রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পরামর্শ কমিশনের।
  • রাজ্যপালকে কোচবিহারে যেতে বারণ করল কমিশন।
  • ১৯ এপ্রিল প্রথম দফার ভোট।

লোকসভা ভোটের দিন কোচবিহারে যেতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বারণ করল নির্বাচন কমিশন। ১৯ এপ্রিল শুক্রবার প্রথম দফার লোকসভা ভোট। সেদিন ভোটগ্রহণ চলবে কোচবিহারে। ১৮-১৯ এপ্রিল কোচবিহারে যাওয়ার কথা রাজ্যপালের। তার আগেই সেখানে রাজ্যপালকে না-যেতে পরামর্শ দিল কমিশন। 

কমিশনের তরফে জানানো হয়েছে, যেহেতু ভোটের প্রচার পর্ব শেষ হয়েছে এবং সাইলেন্স পিরিয়ড চলছে। তাই ভোটার ছাড়া সেখানে কেউ যেতে পারবেন না। 


অন্য দিকে, ভোটের সময় নিজের বুথ এলাকার বাইরে যেন বেরোতে না পারেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, এই আবেদন জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। গত ১৫ তারিখ এই চিঠি কমিশনকে লিখেছেন নিশীথ। ভোটের দিন উদয়নকে তাঁর নিজের বুথে আবদ্ধ করে রাখার আর্জি জানিয়েছেন নিশীথ। পাশাপাশি, উদয়ন উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। 

নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে নিশীথ লিখেছেন, 'আপনারা জানেন যে, উদয়ন গুহ সমস্ত গুন্ডামির মূল হোতা। নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পরও প্রশাসনের অনুমতিক্রমে করা কর্মসূচিতে আমায় দু'বার আক্রমণ করেছেন।' এরপরেই নিশীথ উল্লেখ করেছেন যে, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে উদয়নের নাম ছিল। উদয়নের ঘৃণাভাষণের জন্য বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন নিশীথ। তৃণমূলে উদয়ন ঘৃণাভাষণের জন্য বিখ্যাত বলেও চিঠিতে লিখেছেন বিজেপি প্রার্থী।এই কারণ দর্শানোর পরই কমিশনের কাছে নিশীথের আর্জি, সুষ্ঠু এবং অবাধ ভোটের স্বার্থে উদয়নকে তাঁর বুথ এলাকার মধ্যে আবদ্ধ করে রাখা হোক।

POST A COMMENT
Advertisement