Suvendu Adhikari: 'তা হলে কিষেণজিও আপনার লোক,' মমতার ছত্রধর মাহাতো-মন্তব্যে নিশানা শুভেন্দুর

Suvendu Adhikari: 'ছত্রধর মাহাতো আপনার লোক হলে কিষেণজি-ও আপনার লোক,' বললেন শুভেন্দু অধিকারী। এদিন মেদিনীপুরের পিড়াকাটার সভায় শুভেন্দু বলেন, 'উনি বলেছেন যে, ছত্রধর মাহাতো আমার লোক। আমি বলি, ছত্রধর মাহাতো যদি আপনার লোক হয়, কিষেণজি-ও আপনার লোক।'

Advertisement
'তা হলে কিষেণজিও আপনার লোক,' মমতার ছত্রধর মাহাতো-মন্তব্যে নিশানা শুভেন্দুরSuvendu Adhikary
হাইলাইটস
  • 'ছত্রধর মাহাতো আপনার লোক হলে কিষেণজি-ও আপনার লোক,' বললেন শুভেন্দু অধিকারী।
  • এদিন মেদিনীপুরের পিড়াকাটার সভায় শুভেন্দু বলেন, 'উনি বলেছেন যে, ছত্রধর মাহাতো আমার লোক।
  • আমি বলি, ছত্রধর মাহাতো যদি আপনার লোক হয়, কিষেণজি-ও আপনার লোক।

Suvendu Adhikari: 'ছত্রধর মাহাতো আপনার লোক হলে কিষেণজি-ও আপনার লোক,' বললেন শুভেন্দু অধিকারী। এদিন মেদিনীপুরের পিড়াকাটার সভায় শুভেন্দু বলেন, 'উনি বলেছেন যে, ছত্রধর মাহাতো আমার লোক। আমি বলি, ছত্রধর মাহাতো যদি আপনার লোক হয়, কিষেণজি-ও আপনার লোক। তাহলে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের দায়িত্বও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। জ্ঞানেশ্বরী ট্রেন বিস্ফোরণ, ৩০০-র বেশি নিরীহ যাত্রীর হত্যা, তার দায়িত্বও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, প্রকাশ্যে আজকে বলে গেলাম।'

উল্লেখ্য, শুক্রবার ঝাড়গ্রামের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রধর মাহাতোর উল্লেখ করেন। ঝাড়গ্রামের গজাশিমূলের সভায় মমতা বলেন, 'আমার সেই দিনটার কথা মনে আছে। আমি প্রথম জঙ্গলমহলে যাঁর হাত ধরে ঢুকি, তাঁর নাম ছত্রধর মাহাতো। ছত্রধর তখন তৃণমূল কংগ্রেস করত। তখন ছত্রধর ব্লকের সভাপতি ছিল। ২০০৮ সালের কথা বলছি।' এদিন সেই প্রসঙ্গ তুলে ধরেই শুভেন্দু এমনটা বলেন। 

শুভেন্দু এদিন আরও বলেন, 'আমাকে ৭ জানুয়ারি নেতাই আসতে আটকায়। শুনে রাখুন। ৪ তারিখের পরে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না। ২৬-এ নয়, এ বছরই বিধানসভার ভোট করব।'

তিনি আরও বলেন, 'আপনার নিশ্চয় শুনেছেন, তিনটে আসন BJP বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছে। মধ্যপ্রদেশের খাজুরাহ, ইন্দৌর আর গুজরাটের সুরাট। তিনটে আনকনটেস্টেড, ৩৮০ আসনে ভোট হয়েছে, ২৭০-এর বেশি ইতিমধ্যে মোদীজি পেয়েছে। তাই শাসক দলের এমপি পাঠান, এলাকার কাজ বুঝে নিন, মোদীজির হাত শক্তিশালী করুন।'

POST A COMMENT
Advertisement