Abhijit Ganguly Lok Sabha Election 2024: ‘মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করিনি’, নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে কী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

তমলুকের বিজেপি প্রার্থী ও অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের তরফে সেই ভিডিও শেয়ার করা হয়েছে দলের তরফে। বিষয়টি ইতিমধ্যে নির্বাচন কমিশনেরও নজরে এনেছে তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার সেই ‘বিতর্কিত’ ওই মন্তব্যের ব্যাখ্যা দিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ। 

Advertisement
‘মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করিনি’, নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে কী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ছবি-পিটিআই
হাইলাইটস
  • তমলুকের বিজেপি প্রার্থী ও অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
  • তৃণমূলের তরফে সেই ভিডিও শেয়ার করা হয়েছে দলের তরফে।

তমলুকের বিজেপি প্রার্থী ও অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের তরফে সেই ভিডিও শেয়ার করা হয়েছে দলের তরফে। বিষয়টি ইতিমধ্যে নির্বাচন কমিশনেরও নজরে এনেছে তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার সেই ‘বিতর্কিত’ ওই মন্তব্যের ব্যাখ্যা দিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ। 

বৃহস্পতিবার দুপুরে ময়নায় চণ্ডী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিতর্কিত ওই মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, 'না আমি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করিনি। কথাটা আমি আলঙ্কারিক অর্থে বলেছি। মৃত্যুঘণ্টা বলতে তাঁর দলের শেষের সময়। তবে কথাটার মধ্যে একটা ফাঁক রয়ে গেছে।'

বৃহস্পতিবার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিজিৎকে বলতে শোনা গেছে, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘণ্টা বেজে গেছে।' তবে ওই ভিডিওটি যাচাই করেনি 'বাংলা ডট আজতক ডট ইন'। এদিন তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা নিয়ে ভুল বলা হচ্ছে। আসলে আমি ওটা আলঙ্কারিক অর্থে বলেছি। এটা তো কোনও ব্যক্তি মানুষের মৃত্যু প্রসঙ্গে আমি বলিনি। আমি তাঁর দলের মৃত্যুর কথা বলেছি। যেখানে আমি বলেছি যে, মৃত্যু ঘণ্টা বেজে গেছে। তবে কথাটা বলায় একটা ফাঁক ছিল। আমি ভেবেছিলাম, ওঁরা এটা নিশ্চয়ই বুঝবেন যে, এটা একটা আলঙ্কারিক প্রয়োগ। এটা কোনও ব্যক্তি মানুষের মৃত্যুর জন্য আদৌ বলা নয়।'

এদিন তমলুকের ময়না বিধানসভায় প্রচারে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানকার নতুন পুকুর এলাকার ভান্ডার চণ্ডীমন্দিরে পুজো দেন। তারপর বাকচায় দুষ্কৃতীদের গুলিতে নিহত বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার পরিবারের সঙ্গে দেখা করেন। 

 

POST A COMMENT
Advertisement